• ঢাকা বুধবার
    ২২ জানুয়ারি, ২০২৫, ৯ মাঘ ১৪৩১

বাংলাদেশ যুব অধিকার পরিষদের মাগুরা জেলা কমিটি গঠিত

প্রকাশিত: সেপ্টেম্বর ১৭, ২০২২, ১০:০৭ পিএম

বাংলাদেশ যুব অধিকার পরিষদের মাগুরা জেলা কমিটি গঠিত

মাগুরা প্রতিনিধি

মোহাম্মদ ওবায়দুল্লাহ বিন হাফিজারকে সভাপতি ও মোহাম্মদ শাকিল জামানকে সাধারণ সম্পাদক করে ৯২ সদস্যের বাংলাদেশ যুব অধিকার পরিষদের মাগুরা জেলা কমিটি গঠিত হয়েছে।

শুক্রবার বাংলাদেশ যুব অধিকার পরিষদের কেন্দ্রীয় কমিটির সভাপতি মনজুর মোরশেদ মামুন ও সাধারণ সম্পাদক নাদিম হাসান স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে জানানো হয়েছে। এ কমিটিতে আরজ আলীকে সাংগঠনিক সম্পাদক করা হয়েছে। এ ছাড়া কমিটিতে সহ-সভাপতি ১২ জন, যুগ্ম সাধারণ ১০ জন, সহ-সাংগঠনিক সম্পাদক ৮ জন, বিভিন্ন সম্পাদক পদে ৪৭ জন ও ১২ জনকে কার্যকরি সদস্য করা হয়েছে।

যুব অধিকার পরিষদের মাগুরা জেলা শাখার নবনির্বাচিত সভাপতি মোহাম্মদ ওবায়দুল্লাহ বিন হাফিজার জানান, কেন্দ্রীয় কমিটির সিদ্ধান্ত অনুযায়ী গণতান্ত্রিক পন্থায় মোবাইল ভোটিংয়ের মাধ্যমে নির্বাচিতদের নিয়ে কমিটি গঠিত হয়েছে। সাবেক জেলা কমিটির ৪১ সদস্য ও ৪ উপজেলার আহবায়ক ও সদস্য সচিব এ কমিটি নির্বাচনে ভোট দেন। 

 

এএল/

আর্কাইভ