• ঢাকা বুধবার
    ২২ জানুয়ারি, ২০২৫, ৯ মাঘ ১৪৩১

বাগেরহাট পিসি কলেজের হিন্দু হোস্টেলে শিক্ষার্থীর আত্মহত্যা

প্রকাশিত: সেপ্টেম্বর ১৭, ২০২২, ০৪:১৭ এএম

বাগেরহাট পিসি কলেজের হিন্দু হোস্টেলে শিক্ষার্থীর আত্মহত্যা

সুব্রত তরফদার

বাগেরহাট প্রতিনিধি

বাগেরহাট সরকারি প্রফুল্ল চন্দ্র কলেজে সুব্রত তরফদার (২৬) নামের এক শিক্ষার্থী আত্মহত্যা করেছেন। বৃহস্পতিবার (১৫ সেপ্টেম্বর) বিকেলে হিন্দু হোস্টেলের চতুর্থ তলার ৪০৮ নম্বর রুম থেকে ওই শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়।

নিহত সুব্রত তরফদার চিতলমারী উপজেলার হাসাবুনিয়া গ্রামের মৃত নির্মল তরফদারের ছেলে। তিনি হিসাববিজ্ঞান বিভাগের মাস্টার্স ২০১৯-২০ শিক্ষাবর্ষের শিক্ষার্থী ছিলেন।

এদিন দুপুর পর্যন্ত রুমের দরজা বন্ধ থাকায় অন্য শিক্ষার্থীদের সন্দেহ হয়। দরজা ভেঙে শিক্ষার্থীরা তাকে কাপড় দিয়ে গলায় ফাঁস দেওয়া অবস্থায় ফ্যানের সাথে ঝুলতে দেখে। কলেজের একটি সূত্র জানায় প্রেমঘটিত কারণে সে আত্মহত্যা করতে পারে। এছাড়া তার রুম থেকে একটি বিয়ের এফিডেবিট কপি উদ্ধার করা হয়েছে।

নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য বাগেরহাট জেলা হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে বলে জানিয়েছেন জেলা পুলিশের মিডিয়া সেলের প্রধান, পুলিশ পরিদর্শক এসএম আশরাফুল আলম।

তিনি বলেন, ‘সরকারি প্রফুল্ল চন্দ্র কলেজের সুব্রত তরফদার নামের এক শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।’

এআরআই

আর্কাইভ