প্রকাশিত: সেপ্টেম্বর ১৭, ২০২২, ১২:৩৩ এএম
বাংলাদেশ ও মিয়ানমার সীমান্তে স্থল মাইন বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এ ঘটনায় অন্য থাইন চাকমা নামে এক বাংলাদেশি যুবক গুরুতর আহত হয়েছেন। তাকে উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। শুক্রবার (১৬ সেপ্টেম্বর) বিকেল ৩টার দিকে বান্দরবানের ঘুমধুমের তুমব্রু সীমান্তের চাকমারপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
আহত অন্য থাইন চাকমা বান্দরবানের ঘুমধুমের তুমব্রু সীমান্তের চাকমারপাড়ার ইয়াং মে চাকমার ছেলে।
কক্সবাজার সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা. মোহাম্মদ ফজলুল করিম বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, মাইন বিস্ফোরণে আহত এক যুবককে কক্সবাজার সদর হাসপাতালে আনা হয়েছে। তার হাতের অবস্থা গুরুতর।
আহত অন্য থাইনের মা ইয়াং মে চাকমা জানান, গরু নিয়ে ফিরে আসার পথে মিয়ানমার সীমান্তের নো ম্যান্স ল্যান্ডে একটি স্থল মাইনের বিস্ফোরণ ঘটে। মিয়ানমারের পুঁতে রাখা মাইন বিস্ফোরণে তার ছেলের পা উড়ে গেছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, বাংলাদেশ ও মিয়ানমার সীমান্তের ৩৫ নং সীমানা পিলারের মাঝামাঝি সীমান্তের শূন্য লাইনে এ স্থল মাইন বিস্ফোরণের ঘটনা ঘটে। তবে বিজিবির পক্ষ থেকে এ ব্যাপারে কোনো বক্তব্য পাওয়া যায়নি।
এআরআই