• ঢাকা বুধবার
    ২২ জানুয়ারি, ২০২৫, ৯ মাঘ ১৪৩১

ঢাকায় ডেঙ্গু আক্রান্ত হয়ে মাগুরার যুবকের মৃত্যু

প্রকাশিত: সেপ্টেম্বর ১৬, ২০২২, ১০:৩৫ পিএম

ঢাকায় ডেঙ্গু আক্রান্ত হয়ে মাগুরার যুবকের মৃত্যু

মাগুরা প্রতিনিধি

ঢাকায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে মাগুরার যুবকের মৃত্যু হয়েছে। নিহত ওই যুবকের নাম এরশাদ হোসেন (৪০)। সে এশিয়ান টেলিভিশনের মিরপুর সংবাদদাতা হিসেবে কাজ করতেন। আজ শুক্রবার ভোর সোয়া পাঁচটার দিকে ঢাকার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। তার বাড়ি মাগুরা শহরের পারনান্দুয়ালী গ্রামে।

পরিবারের সদস্যরা জানান, স্ত্রী ও মেয়েকে নিয়ে ঢাকায় থাকতেন এরশাদ। গত রোববার জ্বরে আক্রান্ত হন তিনি। বুধবার পরীক্ষায় তার ডেঙ্গু ধরা পড়ে। ওই দিন প্রথমে তাকে ঢাকার একটি সরকারি হাসপাতালে ও পরে একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

আজ শুক্রবার জুমার নামাজের পর মাগুরার পারনান্দুয়ালী ব্যাপারীপাড়া জামে মসজিদে তার জানাজা অনুষ্ঠিত হয়।

 

এএল/

আর্কাইভ