• ঢাকা রবিবার
    ২২ ডিসেম্বর, ২০২৪, ৮ পৌষ ১৪৩১

চুয়াডাঙ্গায় স্বেচ্ছাসেবকলীগের সাধারণ সম্পাদককে কুপিয়ে হত্যা

প্রকাশিত: সেপ্টেম্বর ১৬, ২০২২, ০৯:২৮ পিএম

চুয়াডাঙ্গায় স্বেচ্ছাসেবকলীগের সাধারণ সম্পাদককে কুপিয়ে হত্যা

চুয়াডাঙ্গা প্রতিনিধি

চুয়াডাঙ্গা আলমডাঙ্গা পৌর আওয়ামী স্বেচ্ছাসেবকলীগের সাধারণ সম্পাদক ইমরান হোসেনকে (২৭) কুপিয়ে করেছে দুর্বৃত্তরা। শুক্রবার (১৬ সেপ্টেম্বর) সকাল ১১টার দিকে গোবিন্দপুর মাঠপাড়ায় এ ঘটনা ঘটে। নিহত ইমরান হোসেন গোবিন্দপুর গ্রামের জুড়ন আলীর ছেলে এবং তিনি পেশায় ছিলেন ইলেক্ট্রিশিয়ান।

আলমডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম জানান, সকাল ১১টার সময় গোবিন্দপুর মাঠপাড়ায় পূর্বশত্রুতার জেরে দূর্বৃত্তরা ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে হত্যা। এ সময় নিহতের তলপেট, অণ্ডকোষসহ পিঠের উপর ধারালো অস্ত্রের আঘাত লাগে। এতে ইমরান হোসেন গুরুতর রক্তাক্ত জখম হন। এরপর তাকে উদ্ধার করে স্থানীয় ফাতেমা ক্লিনিকে প্রাথমিক চিকিৎসা শেষে কুষ্টিয়া সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসরা তাকে মৃত বলে ঘোষণা করেন।

চুয়াডাঙ্গা পুলিশ সুপার আব্দুল্লাহ্ আল-মামুন জানান, হত্যাকারীদের সনাক্ত করা হয়েছে এবং তাদের গ্রেফতারের কাজ করছে পুলিশ। এলাকার আইন শৃংখলার পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশ মোতায়েন করা আছে।
 

দেশজুড়ে সম্পর্কিত আরও

আর্কাইভ