• ঢাকা বৃহস্পতিবার
    ০২ জানুয়ারি, ২০২৫, ১৯ পৌষ ১৪৩১

শাহজাদপুরে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার

প্রকাশিত: সেপ্টেম্বর ১৫, ২০২২, ০৮:১৯ পিএম

শাহজাদপুরে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার

দেশজুড়ে ডেস্ক

শাহজাদপুরে এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে থানা পুলিশ। তবে নিহত ব্যক্তির নাম-পিরচয় জানা যায়নি। বৃহস্পতিবার (১৫ সেপ্টেম্বর) সকালে উপজেলার গাঁড়াদহ ইউনিয়নের মশিপুর উত্তরপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে থেকে মরদেহ উদ্ধার করা হয়।

শাহজাদপুর থানা পুলিশ সূত্রে জানা যায়, সকালে এলাকাবাসী মরদেহটি দেখতে পেয়ে পুলিশে খবর দিলে শাহজাদপুর থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহটি উদ্ধার করে সুরতহাল শেষে পরিচয় নিশ্চিত না হওয়ায় ময়নাতদন্তের জন্য সিরাজগঞ্জ সদর হাসপাতালে প্রেরণ করা হয়েছে।

শাহজাদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. নজরুল ইসলাম জানান, অজ্ঞাত মরদেহের পরিচয় পাওয়া যায়নি। এ বিষয়ে একটি ইউডি মামলার প্রস্তুতি চলছে।

এএল/

আর্কাইভ