• ঢাকা বুধবার
    ২২ জানুয়ারি, ২০২৫, ৯ মাঘ ১৪৩১

কারাগারে ফাঁসির আসামিদের মধ্যে সংঘর্ষ

প্রকাশিত: সেপ্টেম্বর ১৫, ২০২২, ০৫:২৭ পিএম

কারাগারে ফাঁসির আসামিদের মধ্যে সংঘর্ষ

দেশজুড়ে ডেস্ক

যশোর কেন্দ্রীয় কারাগারে ফাঁসির আসামিদের মধ্যে সংঘর্ষে আব্দুল জব্বার (৪০) নামে এক আসামি জখম হয়েছেন। গুরুত্বর আহত অবস্থায় তাকে যশোর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহত জব্বার মেহেরপুর জেলার গাংনী উপজেলার হারডাঙ্গা গ্রামের আব্দুর রহমানের ছেলে। বৃহস্পতিবার (১৫ সেপ্টেম্বর) সকালে এ তথ্য নিশ্চিত করেছেন সিনিয়র জেল সুপার ইকবাল কবির চৌধুরী।

তিনি জানান, খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। আহত আসামিকে উন্নত চিকিৎসার জন্য জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

কারাগার সূত্র জানায়, আসামি আব্দুল জব্বার ও পলাশ একই সেলে পাশাপাশি থাকেন। তারা দুইজন মৃত্যুদণ্ডে দণ্ডিত। তাদের মধ্য বন্ধুত্বের সম্পর্ক রয়েছে।

বুধবার (১৪ সেপ্টেম্বর) সকালে দুইজনের মধ্যে কথা কাটাকাটি হয়। এ সময় পলাশ ক্ষিপ্ত হয়ে জব্বারের মাথায় ধারালো কোনো বস্তু দিয়ে আঘাত করে। সকাল সাড়ে ৯টায় বিষয়টি কারারক্ষীরা জানতে পেয়ে তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে।

সিনিয়র জেল সুপার ইকবাল কবির চৌধুরী জানান, তিনি ঘটনাস্থল পরিদর্শন করেছেন। আহতকে উন্নত চিকিৎসার জন্য জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।

জেডআই/এএল

আর্কাইভ