• ঢাকা রবিবার
    ২২ ডিসেম্বর, ২০২৪, ৮ পৌষ ১৪৩১

রংপুরে জিএম কাদেরের কুশপুত্তলিকা দাহ

প্রকাশিত: সেপ্টেম্বর ১৫, ২০২২, ০৫:১১ এএম

রংপুরে জিএম কাদেরের কুশপুত্তলিকা দাহ

দেশজুড়ে ডেস্ক

জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য ও সাবেক মহাসচিব এবং জাতীয় সংসদের বিরোধীদলীয় চিফ হুইপ মশিউর রহমান রাঙ্গাকে দলীয় সব পদ-পদবি থেকে অব্যাহতি দিয়েছে দলটি। এ ঘটনায় রংপুরে দলটির চেয়ারম্যান জিএম কাদেরের কুশপুতুল দাহ করেছেন রাঙ্গার সমর্থকরা। বুধবার (১৪ সেপ্টেম্বর) রাত ১০টার দিকে রাঙ্গার নির্বাচনী এলাকার (রংপুর -১, গঙ্গাচড়া) গঙ্গাচড়া জিরো পয়েন্টে কুশপুতুল দাহ করেন তারা ।

বিষয়টি নিশ্চিত করে নাম না প্রকাশের শর্তে উপজেলা ছাত্রসমাজের এক নেতা মুঠোফোনে বলেন, ‘কুশপুতুল দাহের সময় উপজেলা জাতীয় পার্টি ও অঙ্গ সহযোগী সংগঠনের বিভিন্ন নেতাকর্মী উপস্থিত ছিলেন।’

এর আগে রাত ৯টার দিকে রাঙ্গাকে পুনর্বহালের দাবিতে সংবাদ সম্মেলন করেন উপজেলা জাতীয় পার্টির নেতৃবৃন্দ।

উপজেলা জাতীয় পার্টির সাংগঠনিক সম্পাদক ও এমপির প্রতিনিধি মমিনুর ইসলামের ব্যক্তিগত কার্যালয়ে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।

এ সময় নেতৃবৃন্দ বলেন, ‘একটি মহল পার্টির চেয়ারম্যানকে ভুল বুঝিয়ে মশিউর রহমান রাঙ্গার বিরুদ্ধে ষড়যন্ত্র করছে। তাই রাঙ্গাকে পুনরায় সব পদে বহালের জন্য চেয়ারম্যানের প্রতি অনুরোধ জানান নেতৃবৃন্দ।’

এআরআই/এএল

দেশজুড়ে সম্পর্কিত আরও

আর্কাইভ