• ঢাকা বুধবার
    ২২ জানুয়ারি, ২০২৫, ৯ মাঘ ১৪৩১

বগুড়ার ট্রেনে কাটা পড়ে ২ জনের মৃত্যু

প্রকাশিত: সেপ্টেম্বর ১৫, ২০২২, ০৩:১১ এএম

বগুড়ার ট্রেনে কাটা পড়ে ২ জনের মৃত্যু

দেশজুড়ে ডেস্ক

বগুড়ার সান্তাহার রেলওয়ে থানাধীন এলাকায় রুপসা এক্সপ্রেস ট্রেনে কাটা পড়ে জিয়া (২০) নামের একজন ও তিলকপুর রেলওয়ে স্টেশনের পাশে রায়নগর নামক স্থানে খুলনা এক্সপ্রেস ট্রেনে কাটা পড়ে খায়রুল ইসলাম (৪৫) নামের আরও একজনের মৃত্যু হয়েছে। বুধবার (১৪ সেপ্টেম্বর) বিকেলে এ দুর্ঘটনা ঘটে।
 
নিহত জিয়া নওগাঁ জেলার আত্রাই থানার শাহাগোলা গ্রামের কামাল হোসেনের ছেলে। খায়রুল ইসলাম জয়পুরহাট আক্কেলপুরের রায়নগর গ্রামের মৃত আছের আলীর ছেলে।

সান্তাহার রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাকিউল আযম বলেন, ঘটনাস্থল থেকে মরদেহ দুটি উদ্ধার করা হয়েছে। কোনো অভিযোগ না থাকায় খায়রুল ইসলামের মরদেহ ময়নাতদন্ত ছাড়া তার স্ত্রী কল্পনার কাছে হস্তান্তর করা হয়েছে। এ বিষয়ে সান্তাহার রেলওয়ে থানায় দুইটি অপমৃত্যু (ইউডি) মামলা দায়ের হয়েছে।

জেডআই/এএল

আর্কাইভ