• ঢাকা বুধবার
    ২২ জানুয়ারি, ২০২৫, ৯ মাঘ ১৪৩১

ঝিনাইদহে মরিচের কেজি ২৫ টাকা

প্রকাশিত: সেপ্টেম্বর ১৫, ২০২২, ০৩:০১ এএম

ঝিনাইদহে মরিচের কেজি ২৫ টাকা

ঝিনাইদহ প্রতিনিধি

ঝিনাইদহে হঠাৎ করেই কাঁচা মরিচের দর পতন হয়েছে। ৩ সপ্তাহ আগেও প্রতি কেজি মরিচ ৩’শ টাকা দরে বিক্রি হতে দেখা গেছে। অথচ সেই মরিচ এখন বাজারে ২৫ টাকা কেজিতে বিক্রি হচ্ছে। মরিচের ভরা মৌসুমে দর পতনে কৃষকেরা হতাশ হয়ে পড়েছে। বুধবার (১৪ সেপ্টেম্বর) জেলার বিভিন্ন বাজারে এই চিত্র দেখা যায়।

কৃষকেরা জানান, এখন প্রতি কেজি মরিচ জমি থেকে উঠাতে খরচ হচ্ছে ১০ টাকা আর বাজারে পাইকারী বিক্রি হচ্ছে ২৫ টাকা দরে। আর খুচরা বাজারে বিক্রি হচ্ছে ২৮-৩০ টাকা দরে।

ঝিনাইদহ জেলা কৃষি সম্প্রসারণ অফিস সুত্রে জানা যায়, এ বছর জেলায় এক হাজার ৭২৪ হেক্টর জমিতে মরিচ চাষ হয়েছে।

সদর উপজেলার চন্ডিপুরের মরিচ চাষি মিজানুর রহমান বলেন, ‘মরিচ চাষের জন্য সার কিনতে গেলে চাহিদা মত পাওয়া যাচ্ছে না, আবার পাওয়া গেলেও দাম বেশি। আবার কীটনাশকের দাম বেড়েছে কয়েক গুন। সবমিলিয়ে এই দামে তাদের লোকসানের আশঙ্কা তৈরী হয়েছে।’

ঝিনাইদহ সদর উপজেলার হলিধানী, বাজার গোপালপুর, গান্না, কোটচাঁদপুর উপজেলার সাব্দারপুর বাজারে দেখা যায়, প্রতি কেজি মরিচ পাইকারি ২০ থেকে ২৫ টাকা দরে বিক্রি হচ্ছে।

ব্যবসায়িরা জানান, তারা প্রতিদিন চাহিদা অনুযায়ী মরিচ কিনে থাকেন। কিন্তু বাজারে চাহিদার তুলনায় বেশি পরিমাণ মরিচ আসছে। তাই দাম কম বেশি হচ্ছে।

কোটচাঁদপুর উপজেলার সাব্দারপুর বাজারে মরিচ বিক্রি করতে আসা সোনা মল্লিক বলেন, ‘তিনি দুই বিঘা জমিতে নাবি মরিচ করেছেন। ভালো মরিচ ধরেছে। মরিচ তুলতে ১০ টাকা প্রতি কেজি জোন খরচ পড়ছে। বাজারে আনতে পরিবহন খরচ ও খাজনাসহ নানাভাবে খরচের পর টাকা পাই। এই দামে খরচের টাকাই উঠছে না।’

জেলা কৃষি সম্প্রসারন অধিদপ্তরের উপ পরিচালক আজগর আলী বলেন, ‘বর্তমান নতুন গাছে মরিচ আসছে। উৎপাদন ভালো হচ্ছে, যে কারণে দাম কিছুটা কম।’

 

এআরআই

আর্কাইভ