• ঢাকা রবিবার
    ২২ ডিসেম্বর, ২০২৪, ৮ পৌষ ১৪৩১

নিখোঁজের পর পাহাড় থেকে অটোচালকের মরদেহ উদ্ধার

প্রকাশিত: সেপ্টেম্বর ১৪, ২০২২, ১০:৩৩ পিএম

নিখোঁজের পর পাহাড় থেকে অটোচালকের মরদেহ উদ্ধার

শেরপুর প্রতিনিধি

শেরপুরের ঝিনাইগাতী থেকে দুইদিন আগে নিখোঁজ কিশোর অটোচালক রফিকুল ইসলামের (১৫) মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (১৪ সেপ্টেম্বর) দুপুরে খোঁজাখুজির একপর্যায়ে সীমান্তবর্তী সমেশ্চুড়া পাহাড় থেকে ওই মরদেহ উদ্ধার করে পু‌লিশ। নিহত কি‌শোর ঝিনাইগাতী উপজেলার গুরুচরণ দুধনই গ্রামের জহুরুলের ছে‌লে।

নিহতের প‌রিবার ও পু‌লিশ সূ‌ত্রে জানা যায়, রফিক প্রতিদিনের মতো গত ১২ সেপ্টেম্বর সোমবার সকাল ৯টার দিকে অটো নিয়ে বাড়ি থেকে বের হয়। এরপর সে বাড়ি না ফেরায় গতকাল মঙ্গলবার তার পিতা জহুরুল ঝিনাইগাতি থানায় সাধারণ ডায়েরি করেন। পরে বুধবার লোকমাধ্যমে সংবাদ পেয়ে রফিকের অটো বাজিতখিলা এলাকায় সন্ধান পান।

এদিকে, নিখোঁজ রফিকের স্বজনরা ঝিনাইগাতী থেকে নালিতাবাড়ীর দিকে পাহাড়ি এলাকায় সন্ধান চালিয়ে একপর্যায়ে দুপুরে সমেশ্চুড়া পাহাড়ের ১০ নম্বর এলাকায় রফিকের মরদেহের সন্ধান পান। পরে পুলিশকে খবর দিলে পুলিশ গিয়ে ওই মরদেহ উদ্ধার করে।

নালিতাবাড়ী থানার সেকেন্ড অফিসার এসআই সাইদুর রহমান ও পোড়াগাঁও ইউনিয়নের বিট কর্মকর্তা এএসআই আমিনুল ইসলাম বিষয়‌টি নি‌শ্চিত ক‌রেন।

 

এএল/

দেশজুড়ে সম্পর্কিত আরও

আর্কাইভ