কক্সবাজার প্রতিনিধি
কক্সবাজারের উখিয়ায় অভিযান চালিয়ে তোষকের ভিতর থেকে ১৩ হাজার পিস ইয়াবা জব্দ করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)। এ সময় নগদ টাকাসহ চার মাদক কারবারিকেও আটক করা হয়েছে।
শনিবার (১২ জুন) রাত সাড়ে ৯টার দিকে উখিয়ার সোনারপাড়ায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
আটককৃতরা হলেন- উত্তর সোনারপাড়ার মৃত মৌলভী ওমরের ছেলে রিদুয়ান (৪০), ফলিয়াপাড়ার আব্দুস সালামের ছেলে হেলাল উদ্দিন (২৫), খয়রাতি পাড়ার ফোরকান আহমদের ছেলে জাফর আলম (২১), খুলনা খালিশপুরের মৃত শেখ আকবর আলির ছেলে তাইজুল ইসলাম (৩২)।
সিটি নিউজ ঢাকাকে বিষয়টি নিশ্চিত করেছে কক্সবাজার র্যাব-১৫ এর সহকারী পরিচালক (মিডিয়া) সিনিয়র এএসপি আব্দুল্লাহ মোহাম্মদ শেখ সাদী।
তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে সোনারপাড়ার রিদুয়ানের বাড়িতে অভিযান চালায় র্যাব-১৫ এর একটি দল। এ সময় র্যাবের উপস্থিতি টের পেয়ে দৌড়ে পালানোর চেষ্টা করে কয়েকজন। পরে তাদের ধাওয়া করে আটক করা হয়। তাদের দেয়া তথ্যের ওপর ভিত্তি করে রিদুয়ানের ঘরের তোষকের ভিতর থেকে ১৩ হাজার পিস ইয়াবা জব্দ করা হয়েছে।
আটককৃতদের উখিয়া থানায় সোর্পদ ও তাদের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে মামলা করা হয়েছে বলে জানান এই র্যাব কর্মকর্তা।
মামুন
ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন