• ঢাকা বুধবার
    ২২ জানুয়ারি, ২০২৫, ৯ মাঘ ১৪৩১

হালুয়াঘাটে কূপে শিশুর মরদেহ: আটক ৩

প্রকাশিত: সেপ্টেম্বর ১৩, ২০২২, ১০:১২ পিএম

হালুয়াঘাটে কূপে শিশুর মরদেহ: আটক ৩

ময়মনসিংহ ব্যুরো

ময়মনসিংহের হালুয়াঘাটে পানির কূপ থেকে এক শিশুর মরদেহ উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার (১৩ সেপ্টেম্বর) সকাল ৮টার দিকে উপজেলার জুগলী ইউনিয়নের গিলাবই এলাকার একটি পানির কূপ থেকে মরদেহটি উদ্ধার করেন ফায়ার সার্ভিসের সদস্যরা। এ ঘটনায় মা বাবা ও মামাকে আটক করেছে পুলিশ। পুলিশের ধারণা সোমবার কোনো এক সময় শিশুটিকে হত্যা করা হয়। শিশুর বাবা-মায়ের সঙ্গে মামার জমি সংক্রান্ত বিরোধ থাকার কোনো যোগসূত্র থেকে এ ঘটনা ঘটতে পারে কি না যাচাই করছে পুলিশ।

আড়াই বছর বয়সী মৃত বৃষ্টি আক্তার ওই এলাকার বাদশা মিয়ার মেয়ে।

হালুয়াঘাট থানার পরিদর্শক (তদন্ত) ইমরান আল হোসাইন বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, ‘সকালে স্থানীয় একজন ৯৯৯-এ কল দিয়ে জানান পানির কূপে একটি শিশুর মরদেহ পড়ে আছে। পরে ১০ ফুট গভীর ওই কূপ থেকে ভাসমান অবস্থায় মরদেহটি উদ্ধার করা হয়। তবে শরীরে আঘাতের চিহ্ন পাওয়া যায়নি।

‘ধারণা করছি, সোমবার কোনো এক সময় শিশুটিকে কূপে ফেলে হত্যা করা হয়েছে। শিশুর বাবা-মায়ের সঙ্গে মামার জমি সংক্রান্ত বিরোধ থাকার কোনো যোগসূত্র থেকে এ ঘটনা ঘটতে পারে। এ জন্য তিনজনকেই জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে।’

ময়নাতদন্তের জন্য মরদেহ ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় মামলা হবে বলেও জানান পুলিশের এই কর্মকর্তা।

আর্কাইভ