• ঢাকা বৃহস্পতিবার
    ২৩ জানুয়ারি, ২০২৫, ৯ মাঘ ১৪৩১

বন্ধুদের আয়োজনে বেরোবি ক্যাম্পাসে বৃষ্টির হলুদ সন্ধ্যা

প্রকাশিত: সেপ্টেম্বর ১৩, ২০২২, ০৮:২০ পিএম

বন্ধুদের আয়োজনে বেরোবি ক্যাম্পাসে বৃষ্টির হলুদ সন্ধ্যা

হলুদ অনুষ্ঠানে বন্ধুদের সঙ্গে অনন্যা দাশ বৃষ্টি

বেরোবি প্রতিনিধি

সন্ধ্যার অন্ধকারে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় (বেরোবি) ক্যাম্পাসে তখন টিপটিপ বৃষ্টি । গাছের সব ভেজা পাতার ফাঁকে আলো মিটমিট করছে। মিটিমিটি আলো যেনো রূপধারণ করেছে ঝলমলে আলোয়।  মূলত ক্যাম্পাসেই সহপাঠীর হলুদ সন্ধ্যার আয়োজন করেছে তার বন্ধুরা। সোমবার (১২ সেপ্টেম্বর) বেরোবি ক্যাম্পাসে লোকপ্রশাসন বিভাগের  ৯ম ব্যাচের শিক্ষার্থী অনন্যা দাশ বৃষ্টির বিয়ে উপলক্ষে বন্ধুদের উদ্যোগে গায়ে হলুদের এ আয়োজন করা হয়। 

সেখানে উপস্থিত থাকা শিক্ষার্থী সাকিব জানান,  বিশ্ববিদ্যালয়ের ৯ম ব্যাচের লোকপ্রশাসন বিভাগের শিক্ষার্থী অনন্যা দাশের গায়ে হলুদের অনুষ্ঠান করা হচ্ছে। অনন্যার বাড়ি খুলনা জেলায়। অক্টোবরে তার বিয়ে। বন্ধুরা সবাই খুলনায় যেতে পারবে না। তাই ক্যাম্পাসেই ছোট্ট করে এই আয়োজন করা হয়।

বন্ধুদের এই আয়োজনে খুশি অনন্যা দাশ নিজেও। তিনি বলেন, ‘বন্ধুদের এই কর্মকাণ্ডে তিনি আনন্দিত। বন্ধুদের আয়োজনে গায়ে হলুদ সত্যি ভালো লাগার বিষয় আমার কাছে।’


এই হলুদ সন্ধ্যার অনুষ্ঠান দেখতে এসেছেন শিক্ষকরাও। বিশ্ববিদ্যালয়ের কলা অনুষদের ডিন ড. তুহিন ওয়াদুদ বলেন, ‘রাসেল চত্বর থেকে হেয়াত মামুদ ভবনের দিকে হাঁটছিলাম। দেখলাম সাইকেল গ্যারেজে আলোকসজ্জা। পাশেই রোপণ করা ছোট গাছের কোনো অসুবিধা হয় কিনা দেখতে এগিয়ে গেলাম। দেখলাম অন্য ঘটনা। অনন্যার গায়ে হলুদ। অনন্যার ডাক নাম বৃষ্টি। ফলে গায়ে হলুদ অনুষ্ঠানে বৃষ্টিও নেমেছে আলতো ছন্দে। আমিও হলুদ উৎসবে যুক্ত হলাম।’ তিনি অভিনন্দনও জানান, নতুন জীবনে পা বাড়ানো বৃষ্টির জন্য।

 

এল/এআরআই

আর্কাইভ