• ঢাকা সোমবার
    ২৩ ডিসেম্বর, ২০২৪, ৮ পৌষ ১৪৩১

সাধারণ ওয়ার্ডে চিকিৎসা নিচ্ছে ডেঙ্গু আক্রান্ত রোগী

প্রকাশিত: সেপ্টেম্বর ১২, ২০২২, ১১:০৫ পিএম

সাধারণ ওয়ার্ডে চিকিৎসা নিচ্ছে ডেঙ্গু আক্রান্ত রোগী

মাগুরা প্রতিনিধি

মাগুরায় ডেঙ্গু আক্রান্ত রোগীদের সাধারণ ওয়ার্ডে রেখে চিকিৎসা দেয়া হচ্ছে। সেখানে মশারি ব্যবহারে সচেতন না হওয়ায় অন্য রোগীদের মধ্যে বাড়ছে আতঙ্ক। 
মাগুরা ২৫০ শয্যা সদর হাসপাতালে সোমবার (১২ সেপ্টেম্বর) ৪ জন ডেঙ্গু আক্রান্ত রোগী ভর্তি আছে‌। হাসপাতালে গিয়ে দেখা গেছে, মশারি টানানো ছাড়া সাধারণ রোগীদের সঙ্গে চিকিৎসা নিচ্ছেন আক্রান্তরা। ফলে আশপাশে থাকা অন্য রোগীদের মধ্যে বাড়ছে আতঙ্ক।
 

এ বিষয়ে হাসপাতালের তত্ত্বাবধায়ক এ এস এম মারুফ হাসান বলেন, ‘ডেঙ্গু আক্রান্ত রোগী কম হওয়ায় বিশেষ ওয়ার্ডের ব্যবস্থা করা হয়নি। তবে আক্রান্তের সংখ্যা বেশি হলে আলাদা ওয়ার্ডের ব্যবস্থা করা হবে।’
জেলা সিভিল সার্জন অফিসের তথ্যমতে এ বছর মাগুরায় ১৫ জন ডেঙ্গু আক্রান্ত রোগী হাসপাতালে ভর্তি হয়েছে।

 

দেশজুড়ে সম্পর্কিত আরও

আর্কাইভ