• ঢাকা রবিবার
    ২৪ নভেম্বর, ২০২৪, ১০ অগ্রহায়ণ ১৪৩১

আওয়ামী লীগ নেতাকে কুপিয়ে হত্যার চেষ্টা, হাসপাতালে ভর্তি

প্রকাশিত: সেপ্টেম্বর ১২, ২০২২, ০৮:০৫ পিএম

আওয়ামী লীগ নেতাকে কুপিয়ে হত্যার চেষ্টা, হাসপাতালে ভর্তি

আদালত প্রতিবেদক

গাইবান্ধায় আশরাফুল ইসলাম চৌধুরী শাহীন নামে এক আওয়ামী লীগ নেতাকে কুপিয়ে জখম করার অভিযোগ উঠেছে। জেলা শহরের মাস্টারপাড়ার মেরিস্টোপ ক্লিনিকের সামনে রোববার রাতে এ ঘটনা ঘটে।

আশরাফুল ইসলাম চৌধুরী শাহীন গাইবান্ধা সদর উপজেলা আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদকের দায়িত্বে রয়েছেন। তিনি জেলা শহরের পশ্চিম পাড়ার বাসিন্দা।

অভিযুক্ত সাদ মাহমুদ সৈকত পেশায় মাদক ব্যবসায়ী। তার বিরুদ্ধে সদর থানায় একাধিক মাদকের মামলা রয়েছে। সৈকত মাস্টারপাড়ার মৃত আহম্মেদ আলীর ছেলে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, আশরাফুল ইসলাম চৌধুরী শাহিন মাস্টারপাড়ায় অবস্থিত মেরিস্টোপ ক্লিনিকের সামনে যান। এ সময় হঠাৎ করে মাদক ব্যবসায়ী সাদ মাহমুদ সৈকতসহ কয়েকজন যুবক শাহীনের ওপর হামলা চালিয়ে এলোপাথারী মারধর করতে থাকে। একপর্যায়ে তারা ধারালো অস্ত্র দিয়ে শাহীনের কোমরের নিচ ও দুই পায়ে কুপিয়ে গুরুতর জখম করে।

এ সময় আশপাশে লোকজন এগিয়ে এলে সৈকতসহ তার সঙ্গীরা দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে। পরে মুমূর্ষু অবস্থায় শাহীনকে উদ্ধার করে সদর হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে তার অবস্থার অবনতি হলে রাতেই শাহীনকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়।

শাহিনের পরিবারের দাবি, পূর্ব বিরোধের জেরে পরিকল্পিতভাবে শাহীনের ওপর হামলা করে। ধারালো অস্ত্রের আঘাতে তার দুই পায়ের একাধিক স্থানে অতিরিক্ত রক্তক্ষরণ হচ্ছে। এই হামলার ঘটনায় সৈকতসহ তার সঙ্গে থাকা জড়িত দ্রুত গ্রেফতারের দাবি জানান তারা।

ঘটনার সত্যতা স্বীকার করে সদর থানার উপ-পরির্দশক (এসআই) নয়ন বলেন, ‍‍`খবর পেয়ে ঘটনাস্থল পরির্দশন করা হয়েছে। পূর্ব বিরোধের জেরে মাদক ব্যবসায়ী সৈকত তার লোকজন নিয়ে এই হামলার ঘটনা ঘটায় বলে প্রাথমিকভাবে জানা গেছে। ঘটনায় জড়িতদের ধরতে পুলিশি অভিযান অব্যাহত রয়েছে। তবে হামলার ঘটনায় এখন পর্যন্ত কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি।‍‍`

দেশজুড়ে সম্পর্কিত আরও

আর্কাইভ