প্রকাশিত: জুন ১২, ২০২১, ০৯:৩২ পিএম
মাদারীপুরের শিবচরে কুখ্যাত সন্ত্রাসী আসলাম বেপারীকে (৪৫) আটক করা
হয়েছে। নির্বাচনে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করতে গিয়ে দেশীয়
অস্ত্রসহ ধরা পড়েন তিনি।
শনিবার
(১২ জুন) বিকেল সাড়ে
৫টার দিকে উপজেলার বহেরাতলা
দক্ষিণ ইউনিয়নের ৯ নং ওয়ার্ডের
ফকিরকান্দি এলাকা থেকে তাকে আটক
করা হয়।
আটক
আসলাম মাদারীপুর সদর থানার ধুরাইল
ইউনিয়নের খালাসীকান্দি গ্রামের আলীম বেপারীর ছেলে।
জানা
গেছে, শনিবার বিকেলে বহেরাতলা দক্ষিণ ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী আব্দুল বারী উকিল তার
কর্মীদের নিয়ে ৯ নং
ওয়ার্ডে নির্বাচনী প্রচার-প্রচারণা চালাচ্ছিলেন। এ সময় কুখ্যাত
সন্ত্রাসী আসলাম বেপারী ও তার সঙ্গে
থাকা আরও ৮-১০
জন লোক চাকু দেখিয়ে
তাদের গতি রোধ করে
এবং ভয়ভীতি দেখায়। তখন এলাকাবাসী ও
বারী উকিলের কর্মীরা চাকুসহ আসলামকে ধরতে সক্ষম হয়।
তবে অন্যরা পালিয়ে যায়। পরে শিবচর
থানার পরিদর্শক (তদন্ত) মো. আমির হোসেন
সেরনিয়াবাতের নেতৃত্বে পুলিশের একটি দল তাকে
আটক করে থানায় নিয়ে
যায়।
স্থানীয়রা
জানান, আসলাম বেপারী মাদারীপুরের ধুরাইল ইউনিয়নের কুখ্যাত সন্ত্রাসী। ইউপি নির্বাচনে অস্থিতিশীল
পরিস্থিতি সৃষ্টি করতে টাকার বিনিময়ে
বহেরাতলা দক্ষিণ ইউনিয়নে আসেন তিনি। আসলাম
ইউনিয়নের অপর প্রার্থী ওলি
উল্লাহ খালাসীর পক্ষে কাজ করছিলেন।
এ
বিষয়ে চেয়ারম্যান প্রার্থী আবদুল বারী উকিল বলেন,
‘আসলাম এর আগেও আমার
এক ভাইসহ ভোটারদের ভয়ভীতি দেখাত। সে বহিরাগত। কীভাবে
সে এক এলাকা থেকে
অন্য এলাকায় আসে?’
শিবচর
থানার পরিদর্শক (তদন্ত) মো. আমির হোসেন
সেরনিয়াবাত বলেন, ‘বিকেলে আসলাম ওই এলাকায় কয়েকজনকে
নিয়ে চেয়ারম্যান প্রার্থীর লোকজনকে ভয়ভীতি দেখাচ্ছিলেন। এ সময় এলাকাবাসী
তাকে ধরে ফেলে। পরে
আমরা তাকে আটক করে
থানায় নিয়ে আসি।’
শিবচর
থানার ওসি মো. মিরাজ
হোসেন বলেন, ‘আটকের সময় তার কাছ
থেকে একটি ধারালো ছুরি
উদ্ধার করা হয়। আটককৃত
ব্যক্তি একজন চিহ্নিত সন্ত্রাসী।
তার বিরুদ্ধে মাদারীপুর সদর থানায় একাধিক
মামলা রয়েছে।’
আগামী
২১ জুন শিবচর উপজেলার
১৩টি ইউনিয়নে নির্বাচন অনুষ্ঠিত হবে।
টিআর/এম. জামান