• ঢাকা রবিবার
    ২৩ ফেব্রুয়ারি, ২০২৫, ১১ ফাল্গুন ১৪৩১

ধোবাউড়ায় তিন দিনব্যাপী ফলদ ও বৃক্ষমেলার উদ্বোধন

প্রকাশিত: সেপ্টেম্বর ৮, ২০২২, ০৮:১৩ পিএম

ধোবাউড়ায় তিন দিনব্যাপী ফলদ ও বৃক্ষমেলার উদ্বোধন

ময়মনসিংহ ব্যুরো

ময়মনসিংহের ধোবাউড়ায় তিন দিনব্যাপী ফলদ ও বৃক্ষমেলার আয়োজন করা হয়েছে। উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসের উদ্যোগে এই মেলার আয়োজন করা হয়।

বৃহস্পতিবার সকালে ফিতা কেটে মেলা উদ্বোধন করেন উপজেলা পরিষদ চেয়ারম্যান ডেভিড রানা চিসিম ও উপজেলা নির্বাহী কর্মকর্তা ফৌজিয়া নাজনীন। পরে তারা মেলার স্টল পরিদর্শন করেন।

এ সময় উপস্থিত ছিলেন ভাইস চেয়ারম্যান আবুল ফজল, মহিলা ভাইস চেয়ারম্যান সেলিমা খাতুন, অফিসার ইনচার্জ টিপু সুলতান, উপজেলা কৃষি কর্মকর্তা গোলাম সরোয়ার তুষার, প্রকৌশলী আবু বকর সিদ্দিক, বীরমুক্তিযোদ্ধা নূর হোসেন, ইউপি চেয়ারম্যান হারুন অর রশিদ, আনোয়ার হোসেন খান, জাকিরুল ইসলাম টুটন, হুমায়ন কবির সরকার, কৃষকলীগের সাধারণ সম্পাদক আনিছুর রহমান ঈমান প্রমুখ।

এএল/

দেশজুড়ে সম্পর্কিত আরও

আর্কাইভ