বেরোবি প্রতিনিধি
বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) একাউন্টিং এন্ড ইনফরমেশন সিস্টেমস বিভাগের শাহনাজ আক্তার (মুন্নি) নামের এক শিক্ষার্থী আত্মহত্যা করেছেন। শাহনাজ বিশ্ববিদ্যালয়ের দশম ব্যাচের শিক্ষার্থী।
নিহত শাহনাজের বাড়ি গাইবান্ধা জেলায়। বিশ্ববিদ্যালয় সংলগ্ন কামারের মোড় এলাকার আজিজুল হক ছাত্রীনিবাসে তিনি আত্মহত্যা করেন। তবে কি কারণে আত্মহত্যা করেছেন তা এখনও জানা যায়নি।
একাউন্টিং এন্ড ইনফরমেশন সিস্টেমস বিভাগের বিভাগীয় প্রধান আমির শরিফ বিষয়টি নিশ্চিত করেছেন। শনিবার (৩ সেপ্টেম্বর) দুপুরে তিনি আত্মহত্যা করতে পারেন বলে ধারণা করছে পুলিশ।
এ বিষয়ে তার মেসে অবস্থানরত শিক্ষার্থী যুথি বলেন, ‘শনিবার দুপুর থেকে তার রুমের দরজা-জানালা বন্ধ ছিল। ওই রুমে কোনো সাড়াশব্দ ছিল না। সন্ধ্যায় তাকে ডাকলেও কোনো উত্তর পাওয়া যায়নি। পরে কয়েকবার তার ফোনে কল করলেও সে ফোন রিসিভ করেনি। পরে আমরা পিছনের জানালা দিয়ে দেখি শাহনাজ গলায় ফাঁস দিয়েছে। তারপর আমরা তার বন্ধুদের জানাই। পরে পুলিশ এসে রুমের দরজা ভেঙে ঝুলন্ত অবস্থায় তার মরদেহ দেখতে পায়।’
বিশ্ববিদ্যালয়ের পুলিশ ফাঁড়ির অফিসার ইনচার্জ এজার আলী বলেন, ‘প্রাথমিকভাবে এটি আত্মহত্যা বলে ধারণা করা হচ্ছে। সুরতহাল রিপোর্ট এলে বিস্তারিত জানানো হবে।’
জেইউ
ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন