চবি প্রতিনিধি
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) প্রাণিবিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক আফতাব হোসেন সড়ক দুর্ঘটনায় মারা গেছেন। শুক্রবার (২ সেপ্টেম্বর) রাত ১২টার দিকে বিশ্ববিদ্যালয়ের ১ নম্বর গেইটের রাস্তায় এ দুর্ঘটনা ঘটে।
পাঁচলাইশ থানার পরিদর্শক (তদন্ত) সাদেকুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, ‘চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় সংলগ্ন হাটহাজারী সড়কে মাইক্রোবাস ও মোটরসাইকেলের সংঘর্ষ হয়। এতে গুরুতর আহত হন প্রাণিবিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক আফতাব হোসেন। পরে তাকে চট্টগ্রাম মেডিক্যালে আনা হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
জেইউ/এএল
ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন