• ঢাকা রবিবার
    ২৩ ফেব্রুয়ারি, ২০২৫, ১১ ফাল্গুন ১৪৩১

১৫ বছর পর সাইরেনের শব্দে মুখরিত লঞ্চঘাট

প্রকাশিত: সেপ্টেম্বর ৩, ২০২২, ০৫:৫৯ এএম

১৫ বছর পর সাইরেনের শব্দে মুখরিত লঞ্চঘাট

শেখ মোহাম্মদ আলী, শরণখোলা প্রতিনিধি

দীর্ঘ ১৫ বছর পরে বাগেরহাট জেলার শরণখোলা উপজেলা সদর রায়েন্দা লঞ্চঘাট সাইরেনের শব্দে আবারও মুখরিত হয়ে উঠেছে। শুক্রবার (২ সেপ্টেম্বর) থেকে শুরু হয়েছে শরণখোলা-ঢাকা রুটে যাত্রীবাহী লঞ্চ চলাচল।

শুক্রবার বিকালে বাগেরহাট-৪ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট আমিরুল আলম মিলন ভার্চুয়ালি লঞ্চ চলাচল উদ্বোধন ঘোষণা করেন। এ সময় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন শরণখোলা উপজেলা পরিষদের চেয়ারম্যান রায়হান উদ্দিন শান্ত, উপজেলা নির্বাহী অফিসার মো. নুর-ই আলম সিদ্দিকী, উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও রায়েন্দা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব আজমল হোসেন মুক্তা, শরণখোলা প্রেস ক্লাবের সভাপতি ইসমাইল হোসেন লিটন ও ছাত্রলীগ নেতা জিয়াউল হাসান তেনজিন। 

এর আগে সকালে ঢাকা থেকে এমভি পূবালী-৭ লঞ্চ যাত্রী নিয়ে রায়েন্দা ফেরিঘাটে এসে নোঙর করে। ১৫ বছর পরে ঘাটে লঞ্চ দেখে স্থানীয়রা আবেগী হয়ে উঠেন। 



২০০৭ সালে রায়েন্দা-ঢাকা রুটে লঞ্চ চলাচল বন্ধ হয়ে যায়। দীর্ঘ ১৫ বছর পরে এ অঞ্চলের মানুষের দাবি ও স্থানীয় এমপি এবং শরণখোলা প্রেস ক্লাবের সম্মিলিত প্রচেষ্টায় আবার লঞ্চ চলাচল শুরু হয়েছে। 

জেইউ

দেশজুড়ে সম্পর্কিত আরও

আর্কাইভ