শেখ মোহাম্মদ আলী, শরণখোলা প্রতিনিধি
দীর্ঘ ১৫ বছর পরে বাগেরহাট জেলার শরণখোলা উপজেলা সদর রায়েন্দা লঞ্চঘাট সাইরেনের শব্দে আবারও মুখরিত হয়ে উঠেছে। শুক্রবার (২ সেপ্টেম্বর) থেকে শুরু হয়েছে শরণখোলা-ঢাকা রুটে যাত্রীবাহী লঞ্চ চলাচল।
শুক্রবার বিকালে বাগেরহাট-৪ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট আমিরুল আলম মিলন ভার্চুয়ালি লঞ্চ চলাচল উদ্বোধন ঘোষণা করেন। এ সময় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন শরণখোলা উপজেলা পরিষদের চেয়ারম্যান রায়হান উদ্দিন শান্ত, উপজেলা নির্বাহী অফিসার মো. নুর-ই আলম সিদ্দিকী, উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও রায়েন্দা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব আজমল হোসেন মুক্তা, শরণখোলা প্রেস ক্লাবের সভাপতি ইসমাইল হোসেন লিটন ও ছাত্রলীগ নেতা জিয়াউল হাসান তেনজিন।
এর আগে সকালে ঢাকা থেকে এমভি পূবালী-৭ লঞ্চ যাত্রী নিয়ে রায়েন্দা ফেরিঘাটে এসে নোঙর করে। ১৫ বছর পরে ঘাটে লঞ্চ দেখে স্থানীয়রা আবেগী হয়ে উঠেন।
২০০৭ সালে রায়েন্দা-ঢাকা রুটে লঞ্চ চলাচল বন্ধ হয়ে যায়। দীর্ঘ ১৫ বছর পরে এ অঞ্চলের মানুষের দাবি ও স্থানীয় এমপি এবং শরণখোলা প্রেস ক্লাবের সম্মিলিত প্রচেষ্টায় আবার লঞ্চ চলাচল শুরু হয়েছে।
জেইউ
ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন