• ঢাকা শুক্রবার
    ০৮ নভেম্বর, ২০২৪, ২৪ কার্তিক ১৪৩১

পিরোজপুরে নদীতে পড়ে রাজস্ব কর্মকর্তা নিখোঁজ

প্রকাশিত: সেপ্টেম্বর ২, ২০২২, ০৬:২৩ পিএম

পিরোজপুরে নদীতে পড়ে রাজস্ব কর্মকর্তা নিখোঁজ

পিরোজপুর প্রতিনিধি

পিরোজপুরের বেকুটিয়া ফেরিঘাট থেকে কঁচা নদীতে পড়ে সাতক্ষীরা কাস্টমস, এক্সাইজ অ্যান্ড ভ্যাট অফিসের সহকারী রাজস্ব কর্মকর্তা আবদুল্লাহ বিন কাফি নিখোঁজ হয়েছেন। বৃহস্পতিবার রাত সাড়ে ৮টার দিকে পিরোজপুর সদর উপজেলার বেকুটিয়া ফেরিঘাটের কুমিরমারা প্রান্তে ফেরির পল্টুন থেকে পা পিছলে নদীতে পড়ে এ ঘটনা ঘটে।

নিখোঁজ সহকারী রাজস্ব কর্মকর্তা আবদুল্লাহ বিন কাফি (৪০) ভোলার বোরহানউদ্দিন উপজেলার দেওলা ইউনিয়নের চরটিকিয়া গ্রামের মৃত কেফায়েত উল্লাহর ছেলে।

আবদুল্লাহ বিন কাফির গাড়িচালক ইব্রাহীম স্বপন জানান, সাতক্ষীরা থেকে বিকেলে বরিশালের উদ্দেশে রওয়ানা হন তিনি ও আবদুল্লাহ বিন কাফি।

রাত সাড়ে ৮টার দিকে বেকুটিয়া ফেরিঘাটে এসে পৌঁছালে গাড়ি ফেরিতে ওঠার সময় গাড়ি থেকে নেমে আবদুল্লাহ বিন কাফি মোবাইল ফোনে কথা বলছিলেন। এ সময় পল্টুন থেকে পা পিছলে নদীতে পড়ে যান তিনি। পরে স্থানীয়রা পিরোজপুরের ফায়ার সার্ভিস ও পুলিশকে খবর দেয়। পিরোজপুর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের লিডার মো. রফিকুল ইসলাম জানান, খবর পেয়েই ফেরিঘাটে এসে নিখোঁজ ব্যক্তির সন্ধানের চেষ্টা চালানো হয়।
তবে পিরোজপুরে ডুবুরি না থাকায় বরিশাল থেকে ডুবুরি দলকে খবর দেয়া হয়েছে। তারা ঘটনাস্থলে এসে নদীতে পুরোদমে সন্ধান চালাবে।

এএল/
আর্কাইভ