ময়মনসিংহ ব্যুরো
ময়মনসিংহের ফুলবাড়ীয়া উপজেলায় নারিশ কোম্পানির বাউন্ডারি দেয়াল ভেঙে হাফেজিয়া মাদরাসা শিক্ষার্থী মহসিন ইসলামের (৯) মৃত্যু হয়েছে। নিহত মাদরাসা শিক্ষার্থী এনায়েতপুর ইউনিয়ন পরিষদের ৯নং ওয়ার্ড সদস্য সাইফুল ইসলামের ছেলে।
বৃহস্পতিবার (১ সেপ্টেম্বর) দুপুরে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে তার মৃত্যু হয়। বিষয়টি নিশ্চিত করেছেন ফুলবাড়ীয়া থানার এস আই আবু হানিফ। এলাকাবাসী ও পুলিশ জানায়, ওই ইউনিয়নের কাহালগাঁও গ্রামের ৯নং ওয়ার্ড ইউপি সদস্য সাইফুল ইসলামের ছোট ছেলে মহসিন ইসলামসহ ৩/৪ জন শিশু বৃহস্পতিবার দুপুরে খেলা করার সময় নারিশ কোম্পানির পশ্চিম পাশের একটি পুরাতন ওয়াল শিশুর উপর ভেঙে পড়ে।
এতে সে মারাত্মকভাবে আহত হয়। তাকে প্রথমে স্থানীয়ভাবে চিকিৎসা শেষে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করে।
ফুলবাড়ীয়া থানার এস আই আবু হানিফ বিষয়টি নিশ্চিত করে জানান, ‘আমরা ঘটনাস্থল পরিদর্শনের জন্য বের হয়েছি।’
এএল/
ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন