• ঢাকা রবিবার
    ২৩ ফেব্রুয়ারি, ২০২৫, ১১ ফাল্গুন ১৪৩১

হলি আর্টিজানে নিহত সহকারী পুলিশ কমিশনার স্মরণে ফুটবল টুর্নামেন্ট

প্রকাশিত: সেপ্টেম্বর ১, ২০২২, ০৮:৫৮ পিএম

হলি আর্টিজানে নিহত সহকারী পুলিশ কমিশনার স্মরণে ফুটবল টুর্নামেন্ট

সাভার প্রতিনিধি

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) হলি আর্টিজানে নিহত ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের সহকারী কমিশনার ও বাংলা বিভাগের সাবেক কৃতি ছাত্র রবিউল করিমের স্মরণে ফুটবল টুর্নামেন্ট।

"সুস্থ দেহ শুভ্র প্রাণের নন্দনে, এসো মিলি খেলাধুলার বন্ধনে "স্লোগানকে ধারণ করে বাংলা বিভাগের আয়োজনে এই আন্তবিভাগীয় টুর্নামেন্টটি অনুষ্ঠিত হয়। টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হয় বাংলা বিভাগ দ্বিতীয় বর্ষের (৪৯তম ব্যাচ) শিক্ষার্থীরা।

বুধবার (৩১ আগস্ট) বেলা চারটায় ফাইনাল ম্যাচে দ্বিতীয় বর্ষের (৪৯ ব্যাচ) শিক্ষার্থীদের বিপরীতে খেলতে নামে তৃতীয় বর্ষের (৪৮ ব্যাচ) শিক্ষার্থীরা। পরে পুরস্কার বিতরণের মাধ্যমে টুর্নামেন্টের সমাপ্তি ঘটে।

খেলার নির্ধারিত সময়ে ২-২ গোলে সমতা থাকায় অতিরিক্ত সময়ে খেলা গড়ায়। অতিরিক্ত সময়েও গোল না হওয়ায় টাইব্রকারের মাধ্যমে ৪-২ গোলে  ২য় বর্ষ (৪৯ ব্যাচ) জয়ী হয়।

টুর্নামেন্টেজুড়ে অনবদ্য ক্রিয়ানৈপুণ্য প্রদর্শনের জন্য তানভীর আহমেদকে (৪৯) টুর্নামেন্ট সেরা, সাদিকুল ইসলামকে (৪৯) ফাইনাল সেরা এবং এনাম হায়দার শাহিলকে (৪৯) সেরা গোলরক্ষকের পুরস্কার তুলে দেয়া হয়।

এ সময় উপস্থিত ছিলেন বাংলা বিভাগের সভাপতি অধ্যাপক ড. শামীমা সুলতানা, অধ্যাপক ড. অনুরুদ্ধ কাহালী, অধ্যাপক ড. রেজাউল করিম তালুকদার, অধ্যাপক ড. খন্দকার শামীম হোসেন,  সহকারী অধ্যাপক বশিরুজ্জামান খোকন, মুমতাহানা মৌ, প্রভাষক নিঝুম শাহ, শামীম হোসেন এবং শহীদ রবিউল করিমের সহধর্মিণী উম্মে সালমা। 

পুরস্কার বিতরণী শুরুতে বক্তব্য প্রদানকালে অধ্যাপক ড. অনুরুদ্ধ কাহালী শহীদ রবিউল করিম স্মরণে স্মৃতিকাতর হয়ে পড়েন এবং বলেন, ‘ছাত্র থাকাকালীন প্রথমবর্ষ থেকেই রবিউলের সঙ্গে আমার গভীর সম্পর্ক গড়ে ওঠে। তার অন্যতম কৃতিত্ব স্কুল প্রতিষ্ঠা। স্কুলের উদ্বোধনসহ বেশ কয়েকবার তার গ্রামের বাড়িতে আমার যাওয়া হয়েছে। হলি আর্টিজনে দুষ্কৃতিকারীদের হামলায় নিহতদের তালিকায় টিভিতে তার ছবি দেখে বিশ্বাস করতে পারিনি।’

রবিউল করিমের সহধর্মিণী সকলকে অভিনন্দন ও শুভেচ্ছা জানান। তিনি বলেন, আমি প্রত্যাশা রাখি তোমরা সবাই রবিউল করিমের মতই দেশপ্রেমিক হবে।

বিভাগের সভাপতি অধ্যাপক ড. শামীমা সুলতানা লাকী খেলায় অংশগ্রহণকারী শিক্ষার্থীদের উদ্দেশে  বলেন, আমি বিশ্বাস করি যারা সহশিক্ষা কার্যক্রমে যুক্ত থাকে তারা কখনও ভালো ছাড়া খারাপ কিছুতে সম্পৃক্ত হতে পারে না।

দেশজুড়ে সম্পর্কিত আরও

আর্কাইভ