• ঢাকা বুধবার
    ২২ জানুয়ারি, ২০২৫, ৯ মাঘ ১৪৩১

আমাদের যে রিজার্ভ আছে তা দিয়ে ৯ মাস চলবে -পররাষ্ট্র প্রতিমন্ত্রী মো. শাহরিয়ার আলম এমপি

প্রকাশিত: আগস্ট ৩১, ২০২২, ১০:৩৫ পিএম

আমাদের যে রিজার্ভ আছে তা দিয়ে ৯ মাস চলবে  -পররাষ্ট্র প্রতিমন্ত্রী মো. শাহরিয়ার আলম এমপি

মাগুরা প্রতিনিধি

পররাষ্ট্র প্রতিমন্ত্রী মো. শাহরিয়ার আলম এমপি বলেছেন, যদি বাংলাদেশের একটা ইঞ্চি মাটিতে যদি একটি ধানের দানা,একটি গমের দানা,একটি ভুট্টার দানা না হয় তবুও আমাদের যে রির্জাভ আছে তা দিয়ে ৯ মাস পর্যন্ত ১৭ কোটি মানুষকে খাবার দেয়ার মতো সক্ষমতা আছে। তিনি বলেন, আমরা জানি বর্তমান বিশ্ব প্রেক্ষাপটের কারণে গোটা বিশ্ব একটি কঠিন পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, মানুষের কষ্ট লাঘোব করতে হবে। আমাদেরকে সাশ্রয়ী হতে হবে। আমাদের যে রিজার্ভ আছে এই রির্জাভ দিয়ে ৯ মাস পর্যন্ত ১৭ কোটি মানুষকে খাবার দেয়ার মতো সক্ষমতা আছে।

যেটা পৃথিবীর দ্বিতীয় কোনো রাষ্ট্রের এই মুহূর্তে নেই। কথায় কথায় কেউ কেউ বলেন বাংলাদেশ শ্রীলংকা হয়ে যাবে। ওরা মাথার চুল ছিড়বে কয়েকদিন পরে। কেননা বাংলাদেশ কখনোই এ রকম পরিস্থিতিতে পড়বে না। কারণ আমাদের আছে বঙ্গবন্ধুর যোগ্য উত্তরসূরী যোগ্য কন্যা প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা। আমরা সমস্যা দেখলে মাঠে মেনে যার সমস্যা আছে তার সঙ্গে কথা বলে তা সুরাহা করি।

বুধবার (৩১ আগস্ট) দুপুরে মাগুরা সরকারি হোসেন শহীদ সোহরাওয়ার্দী কলেজ মাঠে জেলা ছাত্রলীগ আয়োজিত জাতীয় শোক দিবস উপলক্ষে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ সব কথা বলেন। জেলা ছাত্রলীগের সভাপতি নাহিদ খানের সভাপতিত্বে প্রধান বক্তা ছিলেন মাগুরা-১ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট সাইফুজ্জামান শিখর। বিশেষ অতিথি ছিলেন জেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুল ফাত্তাহ, সাধারণ সম্পাদক পঙ্কজ কুন্ডু, সদর উপজেলা চেয়ারম্যান আবু নাসির বাবলু। বক্তব্য রাখেন জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক হামিদুল ইসলাম।  

প্রতিমন্ত্রী আরও বলেন, ২১ আগস্টের গ্রেনেড হামলা ১৪ বছর আগে হয়েছে। ২১ আগস্ট আসলেই বিএনপি-জামায়াত গর্তের ভিতরে ঢুকে যেত। সাংবাদিকদের সামনে আসতো না। এ ঘটনার কোনো প্রশ্নের উত্তর তাদের জানা নেই। কিন্তু লজ্জাজনক হলেও সত্য বিএনপি, জামাতের কাঁধে ভর করেই ক্ষমতায় এসেছিল। আমরা দাবি জানাতে চাই ২১ আগস্টের নিন্ম আদালতের বিচারের রায় উচ্চ আদালতে সুরাহা করে দ্রুততম সময়ের মধ্যে সকল দায়ী ব্যক্তির ফাঁসি কার্যকর করতে হবে। তারেক রহমানের বিচার নিষ্পত্তি করতে হবে।

এএল/
আর্কাইভ