• ঢাকা রবিবার
    ২৩ ফেব্রুয়ারি, ২০২৫, ১০ ফাল্গুন ১৪৩১

ধোবাউড়ায় অবাধে পাখি শিকার

প্রকাশিত: আগস্ট ৩০, ২০২২, ১১:৩৬ পিএম

ধোবাউড়ায় অবাধে পাখি শিকার

ধোবাউড়া প্রতিনিধি

ময়মমনসিংহের ধোবাউড়ায় অবাধে চলছে বিভিন্ন প্রজাতির পাখি শিকার। শিকারিদের হাতে প্রতিনিয়ত মৃত্য হচ্ছে অসংখ্য পাখি।

সরেজমিনে গিয়ে দেখা যায়, আমান ধানের জমিতে ছোট মাছ ও পোকা খেতে আসা বকসহ বিভিন্ন প্রজাতির পাখি ফাঁদ দিয়ে ধরছে শিকারিরা। পরে পাখিগুলোকে এলাকায় ঘুরে ঘুরে বিক্রি করতে দেখা গেছে। আবার অনেক সময় দেখা যায় শিকারিদের হাতেই মারা যাওয়া পাখিগুলো রাস্তার পাশে ফেলে দিয়ে চলে যাচ্ছে। পাখির প্রতি নিষ্ঠুর আচরণে হতাশ সুশীল সমাজ। তাদের দাবি দেশে পাখি রক্ষায় আইন থাকলেও প্রয়োগ নেই।

এলাকাবাসীর অভিযোগ, সচেতনতা ও প্রশাসনের নজরদারির অভাবে বৃদ্ধি পাচ্ছে পাখি শিকার। পাখি শিকারি নাঈম ও সুলতান জানায়, কাজ না থাকায় পাখি বিক্রি করে কোনো রকম চলতেছি। বন্যপ্রাণী আইনে অবাধে পাখি শিকার নিষিদ্ধ তাকলেও কিছুই জানেন না শিকারিরা এবং কেউ তাদের নিষেধ করেনি বলে জানিয়েছেন।

এ বিষয়ে প্রাণীসম্পদ কর্মকর্তা লাইলা হকের কাছে বিষয়টি অবগত করা হলে তিনি বলেন, এটা বন বিভাগের কাজ।

উপজেলা বন বিভাগের মাঠ কর্মকর্তা আব্দুল ময়িন বলেন, পাখি শিকার অপরাধের নির্দিষ্ট আইন রয়েছে। অভিযোগ পেলে ব্যবস্থা নেয়া হবে।

এএল/
আর্কাইভ