ময়মনসিংহ ব্যুরো
ময়মনসিংহের ফুলবাড়ীয়া উপজেলার সংরক্ষিত সন্তোষপুর বনাঞ্চলের রাবার বাগান সড়কে দক্ষিণ কোরিয়া প্রবাসীর হায়েসগাড়িতে ডাকাতির ঘটনা ঘটেছে।
মঙ্গলবার (৩০ আগস্ট) দিবাগত রাত সাড়ে ৩টার দিকে বনের গাছ কেটে ব্যারিকেড দিয়ে ৪/৫ জনের একদল ডাকাত দেশীয় অস্ত্রের ভয় দেখিয়ে ডাকাতি করে। ডাকাতরা প্রবাসীর সঙ্গে থাকা ৬ হাজার ৬০৪ ডলার (ইউএস), নগদ ৩৫ হাজার টাকা ১ ভরি ওজনের স্বর্নালংকার নিয়ে যায়। প্রবাসী শাকিল নাওগাও ইউনিয়নের বগাকৃষ্ণপুর গ্রামের রাজ মাহমুদের ছেলে। স্টুডেন্ট ভিসায় ৫ বছর আগে দক্ষিণ কোরিয়ায় যান শাকিল। সড়কে ডাকাতির বিষয়টি নিশ্চিত করে ফুলবাড়ীয়া থানার ওসি (তদন্ত) শফিকুল ইসলাম জানান, ‘আমরা ও ডিবির একটি দল ঘটনাস্থল পরিদর্শন করেছি। প্রাইভেটকার চালক আ. মতিনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে।’
প্রবাসী শাকিল ও পুলিশ জানায়, উপজেলার নাওগাও ইউনিয়নের বগাকৃষ্ণপুর গ্রামের শাকিল ৫ বছর আগে স্টুডেন্ট ভিসায় দক্ষিণ কোরিয়ায় যান। সোমবার (২৯ আগস্ট) রাত ১১টার দিকে দক্ষিণ কোরিয়া থেকে শাহ জালাল আন্তর্জাতিক বিমান বন্দরে অবতরণ করার পর পূর্ব থেকে নির্ধারণ করা ভাড়ায় চালিত হায়েস গাড়িতে বাড়ির দিকে রওয়ানা হন। ওই গাড়িতে তার পিতা রাজমুদ, বড় ভাই আ. মজিদ, ভাতিজাসহ ৫ জন যাত্রী ছিল। গাড়ির চালক ছিলেন পার্শ্ববর্তী ঘাটাইল উপজেলার মধুর চালার আ. মতিন (২৮)।
শাকিল অন্য পথে বাড়িতে যাওয়ার জন্য ড্রাইভারকে বললেও ড্রাইভার মতিন শাকিলের কথা না শুনে রাবার বাগান সড়ক দিয়ে মঙ্গলবার (৩০ আগস্ট) রাত সাড়ে তিনটার দিকে আসার সময় বনের গাছ কেটে সড়কে ব্যারিকেড দিয়ে ৪/৫ জনের একদল ডাকাত দেশীয় অস্ত্রে গাড়িতে থাকা যাত্রীদের জিম্মি করে। ডাকাতের হামলায় শাকিল আহত হন। শাকিল জানান, ডাকাতরা তার সঙ্গে থাকা ৬ হাজার ৬০৪টি ইউএস ডলার যার আনুমানিক মূল্য ৮ লাখ টাকা, নগদ ৩৫ হাজার টাকা ও ১ ভরি ওজনের স্বর্নালংকার নিয়ে যান। শাকিল বলেন, "হায়েসের ড্রাইভার মতিনকে আমার সন্দেহ হয়। পুলিশ তাকে আটক করেছে"।
ফুলবাড়ীয়া থানার ওসি (তদন্ত) শফিকুল ইসলাম জানান, ডাকাতির ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। থানা পুলিশের পাশাপাশি ডিবি পুলিশের একটি টিম আসামি গ্রেফতার করতে মাঠে কাজ করছে। জিজ্ঞাসাবাদের জন্য গাড়ির ড্রাইভার আ. মতিনকে আটক করা হয়েছে।
উল্লেখ্য, এর আগেও রাবার বাগান সড়কে দুইবার ডাকাতির ঘটনা ঘটেছিল। দুইবার ডাকাতির পর সড়কে পুলিশ পাহাড়া জোরদার করা হয়েছিল। ডাকাতির সময় সড়কে পুলিশ টহল ছিল না বলে এলাবাসী জানিয়েছেন।
এএল/
ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন