বাহ্মণবাড়িয়া প্রতিনিধি
জুমার নামাজে বয়ানকে কেন্দ্র করে ব্রাহ্মণবাড়িয়ায় দুই গোষ্ঠীর মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয় গোষ্ঠীর অন্তত ১৫ জন আহত হয়েছেন। শুক্রবার (১১ জুন) সদর উপজেলার সুহিলপুর ইউনিয়নের গোপীনাথপুর গ্রামে এই সংঘর্ষের ঘটনা ঘটে।
আহতদের মধ্যে হাজী গোষ্ঠীর- মোশারফ হোসেন, খায়ের মিয়া, রশিদ মিয়া, সিরাজ মিয়া, রহিজ মিয়া, বাহার মিয়া, রশিদ মিয়া, জাবের হোসেন এবং ভূঁইয়া গোষ্ঠীর- শিপন, কামাল মিয়া, এমরান, হাবিবুল্লাহ, মরিয়ম ও হোসনে আরা বেগম।
পুলিশ ও স্থানীয়রা জানিয়েছেন, দীর্ঘদিন যাবত হাজী গোষ্ঠী ও ভূঁইয়া গোষ্ঠীর মধ্যে বিরোধ চলে আসছে। শুক্রবার স্থানীয় মসজিদের খতিব মাদক ও সন্ত্রাস বিরোধী বয়ান রাখেন। এ নিয়ে জুমার নামাজের পর ভূঁইয়া গোষ্ঠীর চুনু মিয়ার ছেলে শিপন মিয়া ও হাজী গোষ্ঠীর রশিদ মিয়ার ছেলে খায়ের মিয়া তর্কে জড়ান। একপর্যায়ে দুই গোষ্ঠীর লোকজন সংঘর্ষে জড়িয়ে পড়েন। এতে অন্তত ১৫ জন আহত হন। তাদেরকে ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালসহ স্থানীয় বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেয়া হয়েছে।
সুহিলপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আজাদ হাজারি আঙ্গুর জানান, ঘটনার খবর পাওয়ার পর তিনি ঘটনার খোঁজ-খবর নিয়েছেন। ইউনিয়ন পরিষদের স্থানীয় মেম্বার বিষয়টি মিমাংসার চেষ্টা করছেন।
এদিকে ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানার ওসি মোহাম্মদ এমরানুল ইসলাম বলেন, সংঘর্ষের খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। তবে এ ঘটনায় কাউকে আটক করা সম্ভব হয়নি। এখনও কোনো পক্ষ থেকে অভিযোগও করেনি।
টিআর/নির্জন
ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন