• ঢাকা শুক্রবার
    ২৭ ডিসেম্বর, ২০২৪, ১৩ পৌষ ১৪৩১

উখিয়ায় ট্রাকচাপায় ৪ অটোরিকশা যাত্রী নিহত

প্রকাশিত: আগস্ট ২৭, ২০২২, ০৫:১০ পিএম

উখিয়ায় ট্রাকচাপায় ৪ অটোরিকশা যাত্রী নিহত

কক্সবাজার প্রতিনিধি

কক্সবাজারের উখিয়ায় ট্রাকচাপায় সিএনজিচালিত অটোরিকশার ৪ যাত্রী নিহত হয়েছেন। শনিবার (২৭ আগস্ট) সকাল সাড়ে ৯ টার দিকে কক্সবাজার-টেকনাফ সড়কের উখিয়ার হিজলিয়া এ দুর্ঘটনা ঘটে। 

উখিয়ার থাইংখালীর শাহপরী হাইওয়ে পুলিশের ইনচার্জ সাইফুল আলম বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, সকালে হিজলিয়া এলাকায় কক্সবাজারগামী সিএনজিকে টেকনাফগামী একটি ট্রাক চাপা দেয়। এতে ঘটনাস্থলে তিনজন এবং আহতাবস্থায় হাসপাতালে আরও একজনের মৃত্যু হয়।

নিহতদের মধ্যে তিনজনের নাম পাওয়া গেছে। এরা হলেন- উখিয়ার পাগলির বিল গ্রামের মৃত জয়নাল উদ্দিনের স্ত্রী সালমা খাতুন (৪৫), একই এলাকার গুরা মিয়ার ছেলে আনোয়ারুল ইসলাম (২৫) ও রামু উপজেলার ফতেকারকুল গ্রামের মনিন্দ্র ধরের ছেলে বিটু ধর (৪০)। অপর একজনের পরিচয় এখনও পাওয়া যায়নি।

উখিয়া স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিক্যাল অফিসার ডাক্তার মহিউদ্দিন মহিন বলেন, এ ঘটনায় চারজন নিহত হয়েছেন। আহত রামু উপজেলার গর্জনিয়া সিকদার নুরুল আলমের ছেলে হাবিব উল্লাহ (৩০)। তাকে কক্সবাজার সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

উখিয়া থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মোহাম্মদ আলী বলেন,  টেকনাফমুখী ট্রাক উখিয়ামুখী যাত্রীবাহী সিএনজিচালিত অটোরিকশাকে চাপা দেয়। এতে ৩ যাত্রী ঘটনাস্থলেই নিহত হয়েছেন। হাসপাতাল নেওয়ার পর আরও একজনের মৃত্যু হয়েছে। মরদেহগুলো উদ্ধার করা হয়েছে এবং গাড়ি দুটি জব্দ করা হয়েছে।

এআরআই/এএল

আর্কাইভ