• ঢাকা বুধবার
    ২৫ ডিসেম্বর, ২০২৪, ১১ পৌষ ১৪৩১

শরণখোলায় পুকুরে ডুবে আপন দুই বোনের মৃত্যু

প্রকাশিত: আগস্ট ২৬, ২০২২, ১১:৩৬ পিএম

শরণখোলায় পুকুরে ডুবে আপন দুই বোনের মৃত্যু

শরণখোলা প্রতিনিধি

শরণখোলায় পুকুরে ডুবে আপন দুই বোনের মৃত্যু হয়েছে। মর্মান্তিক এ ঘটনাটি ঘটেছে শুক্রবার (২৬ আগস্ট) দুপুরে উপজেলার মধ্য নলবুনিয়া গ্রামে।

মৃত শিশুদের স্বজন তরিকুল ইসলাম জানান, মধ্য নলবুনিয়া গ্রামের আ. রহিম তালুকদারের দুই শিশু কন্যা রুবি আক্তার (৭) ও রাফি আক্তার (৪) শুক্রবার দুপুরে প্রতিবেশী নওয়াব চৌধুরীর পুকুরে গোসল করতে যায়। দীর্ঘক্ষণ তাদের কোনো খোঁজ না পেয়ে স্বজনরা পুকুরে নেমে পানির নীচে তাদের সন্ধান পায়। দ্রুত শিশু দুটিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। হ্সাপাতালের জরুরি বিভাগের চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

শরণখোলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের মেডিকেল অফিসার ডা. শেখ নিয়াজ মাহমুদ ফয়সাল বলেন, শিশু দুটিকে হাসাপাতালে আনার আগেই তাদের মৃত্যু হয়েছে।

শরণখোলা থানার অফিসার ইনচার্জ মো. ইকরাম হোসেন বলেন, ‘পুকুরে ডুবে দুটি শিশুর মৃত্যুর খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। এ বিষয়ে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।’

এএল/
আর্কাইভ