• ঢাকা মঙ্গলবার
    ০৭ জানুয়ারি, ২০২৫, ২৩ পৌষ ১৪৩১

ভারতে মারা গেছে বাংলাদেশি ভাসমান উদ্ধার জেলে ইউনুস

প্রকাশিত: আগস্ট ২৬, ২০২২, ০৯:০১ পিএম

ভারতে মারা গেছে বাংলাদেশি ভাসমান উদ্ধার জেলে ইউনুস

শরণখোলা প্রতিনিধি

ভারতের ডায়মন্ড হারবার হাসপাতালে চিকিৎসাধীন বাংলাদেশি ভাসমান উদ্ধার জেলে ইউনুস গাজী (৪৭) শুক্রবার সকালে মারা গেছেন। মৃত জেলে পটুয়াখালীর মহিপুর থানার বিপিনপুর গ্রামের আমির হোসেনের পুত্র। 

ভারতের কোলকাতা থেকে ওয়েস্ট বেঙ্গল ইউনাইটেড ফিসারমেন অ্যাসোসিয়েশনের সেক্রেটারি জয় কৃষ্ণ হালদার শুক্রবার সকালে মোবাইল ফোনে  জানান, ভারতের ডায়মন্ড হারবারের বিশেষায়িত হাসপাতালে চিকিৎসাধীন বাংলাদেশি ভাসমান উদ্ধার জেলে ইউনুস গাজী শুক্রবার (২৬ আগস্ট) সকাল পৌনে দশটায় মারা গেছেন। ওই জেলেকে ভারতীয় জেলেরা সাগরে ভাসমান অবস্থায় গত ২১ আগস্ট উদ্ধার করে প্রথমে কাকদ্বীপ মহকুমা হাসপাতালে ভর্তি করে। তার অবস্থার অবনতি হলে পরে তাকে উন্নত চিকিৎসার জন্য ডায়মন্ড হারবারের বিশেষায়িত হাসপাতালে প্রেরণ করা হয় বলে জয় কৃষ্ণ হালদার জানিয়েছেন। 

পটুয়াখালীর মহিপুর মৎস্য আড়তদার মালিক সমিতির সাধারণ সম্পাদক রাজু আহমেদ রাজা বলেন, জেলে ইউনুস মহিপুরের বাবুল মিয়ার মালিকানাধীন "এফবি জান্নাতি" ফিশিংবোটে সাগরে মাছ ধরতে গিয়েছিলেন। ঝড়ের কবলে পড়ে ফিশিংবোটটি ডুবে যায়। বোটের ১২ জন জেলের মধ্যে ১০ জন পশ্চিম সুন্দরবনে উঠতে পারলেও একজন সাগরে মারা যায় এবং ইউনুসকে ভাসমান অবস্থায় ভারতীয় জেলেরা উদ্ধার করে বলে ওই মালিক সমিতির সাধারণ সম্পাদক জানিয়েছেন।

এএল/
আর্কাইভ