শেখ মোহাম্মদ আলী, শরণখোলা প্রতিনিধি
ভারতে উদ্ধার ভাসমান বাংলাদেশি ৯০ জেলেকে স্বদেশে ফিরিয়ে নেয়ার দাবিতে বৃহস্পতিবার (২৫ আগস্ট) দুপুরে কোলকতায় বাংলাদেশ ডেপুটি হাইকমিশনে স্মারকলিপি দেওয়া হয়েছে। পশ্চিমবঙ্গের চারটি মৎস্যজীবী সংগঠন যৌথভাবে এ স্মারকলিপি দেয়। এর আগে অপর ৩২ জেলেকে মঙ্গলবার সন্ধ্যায় কোস্টগার্ড দেশে ফিরিয়ে এনেছে।
ভারতের কোলকাতা থেকে ওয়েস্ট বেঙ্গল ইউনাইটেড ফিসারমেন এ্যাসোসিয়েশনের সেক্রেটারি জয় কৃষণ হালদার বৃহস্পতিবার বিকালে মোবাইল ফোনে সিটি নিউজের এ প্রতিবেদককে বলেন, ‘সাগরে ভাসমান উদ্ধার ৯০ জন বাংলাদেশি জেলে বর্তমানে পশ্চিমবঙ্গের চারটি মৎস্যজীবী সমিতির তত্ত্বাবধানে আশ্রয় কেন্দ্রে রয়েছে।
তাদের স্বদেশে ফিরিয়ে নেয়ার দাবিতে বৃহস্পতিবার দুপুরে কোলকাতায় বাংলাদেশ ডেপুটি হাইকমিশনারের কাছে ৯০ জেলের নাম ঠিকানা সম্বলিত স্মারকলিপি হস্তান্তর করা হয়েছে। স্মারকলিপি হস্তান্তর করেন ওয়েস্ট বেঙ্গল ইউনাইটেড ফিসারমেন এ্যাসোসিয়েশনের সেক্রেটারি জয় কৃষণ হালদার, সাউথ সুন্দরবন ফিসারমেন অ্যান্ড ফিস ওয়ার্কার্স ইউনিয়নের সেক্রেটারি হারাধন ময়রা, কাকদ্বীপ ফিসারমেন ওয়েলফেয়ার এ্যাসোসিয়েশনের সহ-সেক্রেটারি মেঘনাথ দাস ও রায়দিঘি ফিসারমেন ওয়ার্কার্স ওয়েলফেয়ার এ্যাসোসিয়েশনের ট্রেজারার রবীন দাস।
স্মারকলিপিতে উল্লেখ করা হয়েছে, কাকদ্বীপে ৪৬ জন, কুলতলিতে ১৭ জন, মথৃরাপুরে ১১ জন এবং কেনিং-২ ব্লকে রয়েছেন ১৬ বাংলাদেশি জেলে। এর আগে ভারতীয় কোস্টগার্ড তাদের জিম্মায় থাকা অপর ৩২ জন বাংলাদেশি জেলেকে ২৩ আগস্ট বঙ্গোপসাগরে সমুদ্র নিয়ন্ত্রণ রেখায় বাংলাদেশ কোস্টগার্ডের কাছে হস্তান্তর করেছে।
গত ২০ আগস্ট বঙ্গোপসাগরে ঝড়ের কবলে পড়ে বাংলাদেশি অনেক ফিশিংবোট বঙ্গোপসাগরে ডুবে যায়। ভারতীয় জেলেরা ও সে দেশের কোস্টগার্ড ভারতীয় জলসীমায় সাগরে ভাসমান মোট ১২২ জন বাংলাদেশি জেলেকে উদ্ধার করে।
ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন