
প্রকাশিত: আগস্ট ২৫, ২০২২, ১১:০২ পিএম
জয়পুরহাটে
একাধিক ছাত্রীকে হয়রানির অভিযোগে দুই মাদ্রাসার শিক্ষককে আটক করেছে পুলিশ। আটককৃতরা
হলেন, রেজাউল করিম (৬০) ও জুনিয়র শিক্ষক তৌহিদুল ইসলাম (৩৫) । বুজরুগ ভারুনিয়া দাখিল
মাদ্রাসার ইবতেদায়ী শাখার কারী বিভাগের শিক্ষক।
বৃহস্পতিবার (২৫ আগস্ট) দুপুরে ওই মাদ্রাসা এলাকা থেকে তাদের আটক করা হয়েছে।
স্থানীয়
ও পুলিশ সূত্রে জানা যায়, অভিযুক্ত শিক্ষকরা দীর্ঘদিন ধরে ওই মাদ্রসার একাধিক ছাত্রীকে
যৌন হয়রানি ও উত্যক্ত করে আসছিলেন।
অভিযোগ
রয়েছে, গত মঙ্গলবার দুপুর ১২টার দিকে রেজাউল করিম ওই মাদ্রসার ৩য় শ্রেণির এক ছাত্রীর
(১০) স্পর্শকাতর অঙ্গে হাত দিয়ে যৌন হয়রানি করেন। পরে ওই শিশু তার বাবা-মাকে ঘটনাটি
জানায়। এ ছাড়া একই ধরনের অভিযোগ রয়েছে ওই মাদ্রাসার জুনিয়র শিক্ষক তৌহিদুল ইসলামের
বিরুদ্ধেও।
অভিযুক্ত
ছাত্রীর বাবা ও একাধিক অভিভাবক বলেন, ‘শিক্ষক রেজাউল করিমের বিরুদ্ধে একই অভিযোগে এর
আগেও তাকে তিন মাস সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছিল। অভিযুক্ত শিক্ষকরা বিভিন্নভাবে ছাত্রীদের যৌন হয়রানি
করছেন বলে তাদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণের দাবি জানান এলাকাবাসী।’
বুজরুগ
ভারুনিয়া দাখিল মাদ্রাসার ম্যানেজিং কমিটির আহ্বায়ক রেজওয়ানুল করিম বলেন, ‘এ নিয়ে বুধবার রাতে ওই ছাত্রীর বাবা কমিটির কাছে অভিযোগ করেন। পর দিন বৃহষ্পতিবার সকাল ১০টার
দিকে কমিটি জরুরি মিটিং করে অভিযুক্ত শিক্ষকদের ৬ (ছয়) মাসের জন্য সাময়িকভাবে বরখাস্ত
করা হয়েছে।’
এ
ব্যাপারে বুজরুগ ভারুনিয়া দাখিল মাদ্রাসার ভারপ্রাপ্ত সুপার শহীদুল ইসলাম বলেন, ‘মাদ্রাসার
ম্যানেজিং কমিটির সিদ্ধান্তে অভিযুক্ত শিক্ষকদের বিরুদ্ধে চুরান্ত পদক্ষেপ গ্রহণ করা
হবে।’
জয়পুরহাটের
পুলিশ সুপার মোহাম্মদ নূরে আলম বলেন, ‘এ ঘটনায় অভিযুক্তদের প্রাথমিক জিজ্ঞাসাবাদের জন্য
আটক করা হয়েছে। মামলা হলে তদন্ত সাপেক্ষে অভিযোগের ভিত্তিতে আইনত ব্যবস্থা গ্রহণ করা
হবে।’
এআরআই/এএল