রুবেল মজুমদার, কুমিল্লা প্রতিনিধি
আওয়ামী লীগের অধীনে নির্বাচন জনগণ মেনে নেবে না বলে জানিয়েছেন জাতীয় সংসদের সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য রুমিন ফারহানা এমপি।
বুধবার (২৪ আগস্ট) কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলা ও পৌরসভা বিএনপি’র উদ্যোগে বিক্ষোভ সমাবেশে প্রধান বক্তার বক্তব্যে এ কথা বলেন তিনি।
রুমিন ফারহানা বলেন, ‘আওয়ামী লীগ নির্বাচনের স্বপ্ন দেখে। কিসের নির্বাচন? আওয়ামী লীগ সরকারের অধীনে কিসের নির্বাচন করব আমরা? ২০১৪ সালে রঙিন নির্বাচন দেখেছি। বিনাভোটে সংসদে গিয়ে তারা সংসদ দখল করেছে। ২০১৮ সালে নির্বাচন হয়েছে নিশি রাতে ডাকাতির মাধ্যমে। আমরা সব হিসাব রাখছি। পরিষ্কার কথা, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মুক্তি ছাড়া ২০২৪ সালে কোন নির্বাচন বাংলাদেশে হতে দেয়া হবে না।’
তিনি আরও বলেন, ‘হুশিয়ার সাবধান-সামনে নির্বাচন আসছে, এ নির্বাচনে যদি আবার কোন নীল-নকশা করার চেষ্টা করেন, তাহলে বিএনপি দাঁতভাঙা জবাব দেবে। নির্বাচন হবে ব্যালটে, নির্বাচন হবে নিরপেক্ষ সরকারের অধীনে। আগামীতে বিএনপি ক্ষমতায় গেলে এই সরকারের পেটুয়া বাহিনী কর্তৃক ৬০০ এর অধিক গুমের শিকার হওয়া এবং হাজারো বিরোধী দলীয় নেতাকর্মী খুনের প্রত্যেকটি ঘটনার বিচার করা হবে। দেশের মানুষ এখন ৫৫ টাকা দরে মোটা চাল খাচ্ছে ও ১০ থেকে ১২ ঘন্টা বিদ্যুতের লোডশেডিং এর কবলে পড়ে আছে। এদেশের জনগণ আর এমন অবৈধ সরকারকে ক্ষমতায় দেখতে চায় না।’
অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথি ছিলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক মো. মোস্তাক মিয়া।
এ সময় উপজেলা বিএনপির সভাপতি মো. কামরুল হুদার সভাপতিত্বে, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার শাহ আলম ও পৌরসভা বিএনপির সদস্য সচিব হারুন অর রশীদ মজুমদারের যৌথ সঞ্চালনায় সমাবেশে বিশেষ অতিথি ছিলেন বিএনপি’র জাতীয় নির্বাহী কমিটির সদস্য একরামুল হক বিপ্লব, এ্যাডভোকেট সাবেরা আলাউদ্দিন হেনা ও চৌদ্দগ্রাম পৌরসভা বিএনপির আহবায়ক জিএম তাহের পলাশী।
এ সময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির দফতর সম্পাদক গিয়াস উদ্দিন, উপজেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম ছুট্টু।
এসএ/
ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন