• ঢাকা রবিবার
    ২৩ ফেব্রুয়ারি, ২০২৫, ১০ ফাল্গুন ১৪৩১

ধোবাউড়ায় অগ্নিকাণ্ডে দোকান ও বাসা পুড়ে ছাই

প্রকাশিত: আগস্ট ২৪, ২০২২, ০৬:৪২ পিএম

ধোবাউড়ায় অগ্নিকাণ্ডে দোকান ও বাসা পুড়ে ছাই

ধোবাউড়া প্রতিনিধি

ময়মনসিংহের ধোবাউড়া বাজারে অগ্নিকাণ্ডে দোকান এবং বাসা পুড়ে প্রায় ৬০ লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে। মঙ্গলবার রাত আনুমানিক ১টা ৩০ মিনিটে আগুনের সূত্রপাত হয়।

বাজারের ব্যবসায়ীদের কাছ থেকে জানা যায়, শাফিকুল ইসলামের তুলা ও লেপ তোষকের দোকান থেকে আগুনের সূত্রপাত হয়েছে। পরে খবর পেয়ে ধোবাউড়া ফায়ার সার্ভিস, হালুয়াঘাট ও ফুলপুর ফায়ার সার্ভিসের কর্মীরা আগুন নিয়ন্ত্রণে আনে। ততক্ষণে বাজারের কাপড়ের দোকান, ইলেকট্রিক মালামালসহ ৭টি দোকান এবং একটি বাসা পুড়ে ছাই হয়ে গেছে।



আব্দুস সোবহানের কাপড়ের দোকান নগদ ৮০ হাজার টাকাসহ ১৫ লক্ষাধিক টাকার কাপড়, সুনীল এর ২ লক্ষ টাকার ইলেকট্রিক মালামাল, আছর আলীর সুতা কম্বল ৬ লক্ষাধিক, শাফিকুল ইসলামের লেপ তোশক তুলার দোকানের ৫ লক্ষাধিক টাকার মালামাল পুড়ে গেছে।

বুধবার সকালে আগুনে পুড়ে যাওয়া স্থান পরিদর্শন করেন উপজেলা নির্বাহী অফিসার ফৌজিয়া নাজনীন ও প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ইশতিয়াক হোসাইন উজ্জ্বল। পরিদর্শন শেষে ক্ষয়ক্ষতির পরিমাণ নির্ধারণ করা হয়।

এএল/
আর্কাইভ