• ঢাকা রবিবার
    ২৯ ডিসেম্বর, ২০২৪, ১৪ পৌষ ১৪৩১

চট্টগ্রামের ছোটপোলে গ্যাসলাইনের আগুন নিয়ন্ত্রণে

প্রকাশিত: আগস্ট ২২, ২০২২, ০১:১৩ এএম

চট্টগ্রামের ছোটপোলে গ্যাসলাইনের আগুন নিয়ন্ত্রণে

দেশজুড়ে ডেস্ক

চট্টগ্রামের ছোটপোলে গ্যাসলাইনে অগ্নিকাণ্ডের খবর পাওয়া গেছে। রোববার (২১ আগস্ট) সন্ধ্যায় হালিশহর থানার ছোটপোল এলাকায় একটি কলোনিতে গ্যাসলাইনে এই ঘটনা ঘটে। ফায়ার সার্ভিসের ৬টি ইউনিটের চেষ্টায় সন্ধ্যা ৭টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে।

তবে আগুনের সূত্রপাত সম্পর্কে জানা যায়নি এবং হতাহতের কোনও খবর পাওয়া যায়নি।

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স ও চট্টগ্রাম বিভাগীয় নিয়ন্ত্রণ কক্ষের মবিলাইজিং অফিসার মো. কফিল উদ্দিন বলেন, রোববার সন্ধ্যা ৬টা ১৫ মিনিটে আগুন লাগার খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি স্টেশনের ৬টি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণ আনার চেষ্টা করা হয়। পরে সন্ধ্যা ৭টার দিকে আগুন নিয়ন্ত্রণে এসেছে। আগুনের ক্ষয়ক্ষতির পরিমাণ ও লাগার কারণ পরে জানানো হবে।

জেডআই/

দেশজুড়ে সম্পর্কিত আরও

আর্কাইভ