• ঢাকা রবিবার
    ২৩ ফেব্রুয়ারি, ২০২৫, ১১ ফাল্গুন ১৪৩১

শিক্ষকের বিরুদ্ধে ছাত্রীদের শ্লীলতাহানির অভিযোগে মামলা

প্রকাশিত: আগস্ট ২১, ২০২২, ০৯:২৪ পিএম

শিক্ষকের বিরুদ্ধে ছাত্রীদের শ্লীলতাহানির অভিযোগে মামলা

জয়পুরহাট প্রতিনিধি

জয়পুরহাটের এক প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকের বিরুদ্ধে ছাত্রীদের শ্লীলতাহানির অভিযোগে মামলা করেছেন ভুক্তভোগী এক ছাত্রীর অভিভাবক।

মামলা সূত্রে জানা যায়, গত মঙ্গলবার (১৬ আগস্ট) জয়পুরহাট সদর উপজেলার করই কাদিরপুর প্রাথমিক বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক মামুনুর রশিদ মামুন স্কুল চলাকালে সকাল সাড়ে ১১টার দিকে ৫ম শ্রেণির ১১ বছরের এক ছাত্রীকে ডেকে একটি কক্ষে নিয়ে যান এবং পেছন থেকে জড়িয়ে ধরে স্পর্শকাতর স্থানে শ্লীলতাহানি করে। অন্য শিক্ষার্থীরা ঘটনাটি দেখে ফেলে। পরে বিষয়টি জানাজানি হলে অন্য ছাত্রীদের সঙ্গেও তিনি এমন ঘটনা ঘটিয়েছেন বলে তথ্য বেরিয়ে আসে।

এ বিষয়ে স্থানীয় প্রভাবশালীদের দিয়ে বিষয়টি ধামাচাপা দেয়ার চেষ্টা করেছিলেন শিক্ষক মামুন। অবশেষে শনিবার (২০ আগস্ট) বিকালে ওই ৫ম শ্রেণির ছাত্রীর মা জয়পুরহাট থানায় মামলা করেন।

এ ব্যাপারে ওই ছাত্রীর বাবা বলেন, ‘শিক্ষক হচ্ছে পিতা-মাতার পরেই অভিভাবক। আর শিক্ষকই যদি এসব করে তাহলে আমরা কি করব, কোথায় যাব, আমাদের বাচ্চাদের নিরাপত্তা কোথায়। আমরা শিক্ষক মামুনের কঠোর শাস্তি চাই।’

অভিযুক্ত শিক্ষক মামুনুর রশিদ মামুনের মুঠোফোনে একাধিকবার যোগাযোগ করলে মোবাইল ফোন বন্ধ পাওয়া যায়।

এ ব্যাপারে মামলার তদন্তকারী কর্মকর্তা ও জয়পুরহাট থানার অফিসার ইনচার্জ (তদন্ত) সরোয়ার আলম বলেন, ‘যৌন নিপিড়নের অভিযোগে শিক্ষক মামুনুর রশিদ মামুনের বিরুদ্ধে থানায় মামলা দায়ের হয়েছে। আসামিকে গ্রেফতারের জোর তৎপরতা চলছে।’

জেইউ

দেশজুড়ে সম্পর্কিত আরও

আর্কাইভ