ইসলামী বিশ্ববিদ্যালয় প্রতিনিধি
ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) জন্মাষ্টমী উপলক্ষে বিশ্ববিদ্যালয় পূজা উদযাপন পরিষদ ধর্মালোচনা ও ধর্মীয় সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করে।
শুক্রবার (১৯ আগস্ট) বেলা ১২টায় বিশ্ববিদ্যালয়ের বীরশ্রেষ্ঠ হামিদুর রহমান মিলনায়তনে এই ধর্মালোচনাসভা ও ধর্মীয় সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
বিশ্ববিদ্যালয়ের ইনফরমেশন এন্ড কমিউনিকেশন টেকনোলজি বিভাগের অধ্যাপক ড. পরেশ চন্দ্র বর্ম্মনের সভাপতিত্বে ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী শুভ্র সরকার ও রিয়া বসাকের সঞ্চালনায় উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপাচার্য অধ্যাপক ড. শেখ আবদুস সালাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপ-উপাচার্য অধ্যাপক ড. মাহবুবুর রহমান এবং ঝিনাইদহ অতিরিক্ত জেলা প্রশাসক রথীন্দ্রনাথ রায়।
এ ছাড়া প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন ইসকন নাটোরের অধ্যক্ষ শ্রীনামপ্রেম দাস ব্রহ্মচারী, বিশেষ আলোচক হিসেবে উপস্থিত ছিলেন ইসকন কুষ্টিয়ার অধ্যক্ষ শ্রী বৈষ্ণববানন্দদাস ব্রহ্মচারী ও হিসাব বিজ্ঞান ও তথ্যপদ্ধতি বিভাগের অধ্যাপক ড. অরবিন্দ সাহা।
এ সময় উপাচার্য অধ্যাপক ড. শেখ আব্দুস সালাম বলেন, সনাতন ধর্মের অন্যতম একজন মহাপুরুষ হচ্ছেন শ্রীকৃষ্ণ। আজকে আমাদের এখান থেকে শিক্ষা নেওয়ার বিষয় এটাই যে আমরা সমাজে অস্থিরতা তৈরি করবো না-কি মানুষের জন্য নিজেকে নিবেদিত করবো। আর এটাই হচ্ছে মানব ধর্মের সবচেয়ে বড় ইনডিকেটর। আমরা আজকে এই আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে শুধু ধর্মের উপরি কাঠামোতে যেন সীমাবদ্ধ না থাকি বরং এর মর্মবাণী যেটা সেটা যেন সকলে গ্রহণ করতে পারি।
ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন