• ঢাকা শুক্রবার
    ২৭ ডিসেম্বর, ২০২৪, ১৩ পৌষ ১৪৩১

মাগুরায় ভারতফেরত একজনের করোনা শনাক্ত

প্রকাশিত: জুন ১০, ২০২১, ১১:২৯ পিএম

মাগুরায় ভারতফেরত একজনের করোনা শনাক্ত

মাগুরা প্রতিনিধি

মাগুরায় হোটেল কোয়ারেন্টিনে থাকা ভারতফেরত ৪৫ জনের মধ্যে একজন করোনায় শনাক্ত হয়েছেন। 
বৃহস্পতিবার (১০ জুন) বিষয়টি নিশ্চিত করেছেন জেলা সিভিল সার্জন শহীদুল্লাহ দেওয়ান।

তিনি জানান, বুধবার ৪৫ জনের নমুনা পাঠানো হয়েছিল। এরই মধ্যে ৩৪ জনের রিপোর্ট হাতে এসেছে। তাদের মধ্যে একজন করোনা পজিটিভ। তাকে মাগুরা সদর হাসপাতালের করোনা ওয়ার্ডে রাখা হয়েছে। তবে করোনার ভারতীয় ভ্যারিয়েন্ট কি না সেটি জানতে ৪৮ থেকে ৭২ ঘণ্টা সময় লাগবে। বাকিদের রিপোর্ট এখনও আসেনি।  

তিনি আরও জানান, গত ২৯ মে মাগুরায় ৪৫ জনকে হোটেল কোয়ারেন্টিনে রাখা হয়। তারা ভারতে চিকিৎসা শেষে যশোরের বেনাপোল বন্দর হয়ে দেশে ফেরেন।

এ দিকে সাম্প্রতিক সময়ে মাগুরায় করোনা সংক্রমণ বেড়ে যাওয়ায় জেলা প্রশাসন জরুরি গণবিজ্ঞপ্তি জারি করেছে। বৃহস্পতিবার বিকেল সাড়ে ৩টায়  ‘ডিসি মাগুরা’ ফেসবুক পেজে গণবিজ্ঞপ্তিটি প্রকাশ করা হয়। 

জেলা প্রশাসক ড. আশরাফুল আলম স্বাক্ষরিত গণবিজ্ঞপ্তিতে শহরের তিনটি প্রবেশপথে তিন চাকার যান চলাচল নিষেধ করা হয়েছে। এ ছাড়া সব ধরনের সমাবেশ, বিয়ে, বনভোজন নিষিদ্ধ করা হয়েছে।

বিজ্ঞপ্তিতে হোটেল-রেস্তোরাঁর অর্ধেক আসনে বসিয়ে ক্রেতাদের সেবা দিতে বলা হয়েছে। প্রয়োজন ছাড়া ঘরের বাইরে বের হতে নিষেধ করা হয়েছে। গণবিজ্ঞপ্তিটি মানতে শহরে মাইকিং করা হচ্ছে।

মাগুরায় গত মাসের তুলনায় এ মাসে আক্রান্তের সংখ্যা অনেক বৃদ্ধি পেয়েছে। মে মাসে জেলায় করোনা আক্রান্ত হয়েছিলেন ৩২ জন। সেখানে জুন মাসের ১০ দিনে আক্রান্ত রোগীর সংখ্যা ৪৫ জন। জেলায় মোট করোনা রোগী শনাক্ত হয়েছেন ১ হাজার ২৯৯ জন। যার মধ্যে ৯ জুন পর্যন্ত সুস্থ হয়েছে ১ হাজার ২২২ জন। জেলায় করোনা আক্রান্ত হয়ে মারা গেছেন ২৪ জন। 

টিআর/ এম. জামান

দেশজুড়ে সম্পর্কিত আরও

আর্কাইভ