• ঢাকা রবিবার
    ২৩ ফেব্রুয়ারি, ২০২৫, ১১ ফাল্গুন ১৪৩১

সুন্দরগঞ্জে জমি দখলকে কেন্দ্র করে মারধর, প্রতিবন্ধী নারীসহ আহত ২

প্রকাশিত: আগস্ট ১৬, ২০২২, ০১:০৩ এএম

সুন্দরগঞ্জে জমি দখলকে কেন্দ্র করে মারধর, প্রতিবন্ধী নারীসহ আহত ২

সুদীপ্ত শামীম, গাইবান্ধা প্রতিনিধি

গাইবান্ধার সুন্দরগঞ্জে জমি দখলকে কেন্দ্র করে মারধর, ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটেছে। এতে মানসিক ভারসাম্যহীন নারীসহ দুইজন আহত হয়েছেন।

সোমবার (১৫ আগস্ট) সকালে উপজেলার সর্বানন্দ ইউনিয়নের পশ্চিম বাছহাটী গ্রামের প্রফেসরের বাজারে এ ঘটনা ঘটে। আহতরা হলেন, ওই গ্রামের মৃত মতলেব আলীর ছেলে হোসেন আলী (৩৮) ও মৃত আলম মিয়ার মানসিক ভারসাম্যহীন মেয়ে শাপলা আক্তার (২৮)। 

জানা যায়, ওই গ্রামের মৃত আলম মিয়ার স্ত্রী ফাতেমা বেওয়ার (৬০) সঙ্গে প্রতিবেশী মৃত অছিম উদ্দিন সরকারের ছেলে স্বাধীন মিয়ার (৫৫) দীর্ঘদিন থেকে জমি নিয়ে বিরোধ চলে আসছে। এরই জেরে আজ সোমবার সকালে স্বাধীন মিয়া ভাড়াটিয়া লোকজন নিয়ে ফাতেমা বেওয়ার বাড়িতে অতর্কিত হামলা চালায়। এতে ফাতেমা বেওয়ার মানসিক ভারসাম্যহীন মেয়ে শাপলা আক্তার গুরুতর আহত হন। এ সময় ফাতেমা বেওয়ার ঘরে থাকা ১৫ হাজার টাকা, ধানের বস্তা ও কংক্রিটের খুঁটি লুট করে নিয়ে যায়। সেই সঙ্গে ঘরের বিভিন্ন জিনিসপত্র ভাঙচুর করা হয়।

এদিকে ফাতেমার পক্ষে কথা বলায় তার দেবর হোসেন আলীকে মারধর করেন স্বাধীন মিয়ার লোকজন। তখন হোসেন আলী প্রাণ বাঁচাতে দৌড়ে প্রতিবেশী আবু বক্করের বাড়িতে গিয়ে আশ্রয় নেয়। পরে স্বাধীনের ছোট ভাই সুজন দলবল নিয়ে সেখানে গিয়েও হোসেন আলীকে বেধড়ক মারধর করেন। তখন প্রতিবেশীরা ছুটে এসে তাকে উদ্ধার করে হাসপাতালে প্রেরণ করেন। হোসেন আলী ও শাপলা আক্তার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছে।

এ বিষয়ে ফাতেমা বেওয়া বলেন, 'মানসিক ভারসাম্যহীন মেয়েকে নিয়ে বাড়িতে ছিলাম। এ সময় স্বাধীন ও সুজনের লোকজন অতর্কিত হামলা চালিয়ে বাড়ি ভাঙচুর করে। তখন ঘরে থাকা ১৫ হাজার টাকা, ধানের বস্তা ও কংক্রিটের খুঁটি লুট করে নিয়ে যায়।'

প্রত্যক্ষদর্শী শাহজামাল মিয়া বলেন, 'দীর্ঘদিন ধরে তাদের জমি নিয়ে বিরোধ চলে আসছে। আজ সকালে স্বাধীন মিয়ার লোকজন অতর্কিত হামলা চালায়। এতে দুইজন আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।'

অভিযুক্ত স্বাধীন মিয়াকে না পেয়ে তার ছোট ভাই সুজন মিয়ার কাছে এ বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, 'আপনাদেরকে কেন বক্তব্য দেব? যা বলার আদালতে গিয়ে বলবো।'

সুন্দরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সরকার ইফতেখারুল মোকাদ্দেম বলেন, 'এ বিষয়ে মৌখিক শুনেছি। তবে কেউ এখনও অভিযোগ দেয়নি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।'

জেইউ

দেশজুড়ে সম্পর্কিত আরও

আর্কাইভ