• ঢাকা রবিবার
    ২৩ ফেব্রুয়ারি, ২০২৫, ১১ ফাল্গুন ১৪৩১

পঞ্চগড়ে রাস্তা পাড় হতে গিয়ে ইজিবাইকের ধাক্কায় নারীর মৃত্যু

প্রকাশিত: আগস্ট ১৫, ২০২২, ০৭:৩৫ এএম

পঞ্চগড়ে রাস্তা পাড় হতে গিয়ে ইজিবাইকের ধাক্কায় নারীর মৃত্যু

ডিজার হোসেন বাদশা, পঞ্চগড় প্রতিনিধি

পঞ্চগড়ে ব্যাটারী চালিত ইজিবাইকের (অটো) ধাক্কায় রেহেনা বেগম (৪৫) নামে এক নারীর মৃত্যু হয়েছে।


রবিবার (১৪ আগস্ট) রাতে পঞ্চগড় সদরের ব্যারিস্টার বাজার এলাকায় মহাসড়কে এই দূর্ঘটনাটি ঘটে। জানা যায়, নিহত রেহানা নামে ওই নারী পঞ্চগড়ের মিঠাপুকুর এলাকার ছলেমান আলীর স্ত্রী।


স্থানীয় ও পারিবারিক জানায়, বিকেলে বিয়াইয়ের অসুস্থ্যতার কথা শুনে মেয়ে জামাইয়ের বাড়ি যায় রেহেনা বেগম। রাতে মেয়ের বাড়ি থেকে ফেরার পথে ব্যারিস্টার বাজার এলাকায় পায়ে হেটে মহাসড়ক পার হওয়ার সময় একটি ব্যাটারি চালিত ইজিবাইক রেহেনাকে চাপা দিয়ে পালিয়ে যায়। কিছুক্ষণ পর স্থানীয়রা তাকে আহত অবস্থায় পড়ে থাকতে দেখে দ্রুত উদ্ধার করে পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে নিয়ে গেলে  চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।


পঞ্চগড় সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল লতিফ মিঞা ওই নারীর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন, ঘটনার পর পরেই ইজিবাইকটি পালিয়ে যায়।


এইচএ 


দেশজুড়ে সম্পর্কিত আরও

আর্কাইভ