• ঢাকা শুক্রবার
    ২৭ ডিসেম্বর, ২০২৪, ১৩ পৌষ ১৪৩১

কুড়িগ্রামে নৌ অ্যাম্বুলেন্স সেবা চালু

প্রকাশিত: জুন ১০, ২০২১, ০৬:৪৩ পিএম

কুড়িগ্রামে নৌ অ্যাম্বুলেন্স সেবা চালু

কুড়িগ্রাম প্রতিনিধি

কুড়িগ্রামের রৌমারীতে চালু হয়েছে নৌ অ্যাম্বুলেন্স সেবা। পপুলার জেনারেল হাসপাতাল কুড়িগ্রামের উদ্যোগে বৃহস্পতিবার (১০ জুন) সকালে এ সেবার উদ্বোধন করেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী মো. জাকির হোসেন।

উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, সাবেক অতিরিক্ত সচিব ও নৌ অ্যাম্বুলেন্সের উদ্যোক্তা মো. বদরুল হাসান বাবুল, ডেপুটি সিভিল সার্জন ডা. বোরহান উদ্দিন, উপজেলা নির্বাহী কর্মকর্তা আল ইমরান, উপজেলা চেয়ারম্যান শেখ আব্দুল্লাহ, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রেজাউল ইসলাম মিনুসহ আরও অনেকে। 

নৌ অ্যাম্বুলেন্সের উদ্যোক্তা মো. বদরুল হাসান বাবুল জানান, ব্রহ্মপুত্র নদ দ্বারা বিচ্ছিন্ন রৌমারী ও রাজিবপুর উপজেলা। এখানকার মানুষ চিকিৎসার জন্য নৌ পথে জেলা সদরে যেতে নানা বিড়ম্বনায় পড়ত। মুমূর্ষু রোগীসহ করোনা রোগী আনা নেয়া করতে দুঃসহ ভোগান্তিতে পড়েন তারা। বিষয়টি উপলব্ধি করে এই নৌ অ্যাম্বুলেন্স চালু করা হয়েছে। এই অ্যাম্বুলেন্সে অক্সিজেন সিলিন্ডার, নেবুলাইজারসহ প্রাথমিক চিকিৎসার সব ধরনের সুযোগ সুবিধা রয়েছে।  

নৌ অ্যাম্বুলেন্সের উদ্যোক্তা মো. বদরুল হাসান বাবুলকে ধন্যবাদ জানিয়ে প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী মো. জাকির হোসেন বলেন, দীর্ঘদিন ধরে রৌমারী ও রাজিবপুর উপজেলার মানুষ কুড়িগ্রাম জেনারেল হাসপাতাল ও জেলার বিভিন্ন স্বাস্থ্য কেন্দ্রের সেবা নিতে যাতায়তের কষ্ট করেছেন। তাদের এ কষ্ট এখন অনেকটাই লাঘব হবে বলে মনে করেন তিনি।

টিআর/নির্জন


আর্কাইভ