• ঢাকা মঙ্গলবার
    ০৪ মার্চ, ২০২৫, ২০ ফাল্গুন ১৪৩১

পদ্মবিলের অপরূপ সৌন্দর্য উপভোগ করতে ছুটছেন দর্শনার্থীরা

প্রকাশিত: আগস্ট ৯, ২০২২, ০২:৫৯ এএম

পদ্মবিলের অপরূপ সৌন্দর্য উপভোগ করতে ছুটছেন দর্শনার্থীরা

হাসান আল সাকিব, রংপুর ব্যুরো

বিলের মাঝে প্রস্ফুটিত পদ্মফুল আভা ছড়াচ্ছে দর্শনার্থীদের। এ পদ্মবিলের সৌন্দর্য উপভোগ করতে দুর দরান্ত থেকে ছুটে আসছেন দর্শনার্থীরা। তার ঘুরে ঘুরে দেখছেন পদ্মবিলের অপরূপ সৌন্দর্য। রংপুর জেলার কাউনিয়া উপজেলার বেতানি পদ্মবিলে এমন পদ্মফুলের দেখা মিলছে।

গত কয়েক বছর ধরে প্রাকৃতিকভাবে জন্ম নেয় এখানকার পদ্মফুল। কাউনিয়া উপজেলার শহীদবাগ ইউনিয়নের রংপুর কুড়িগ্রাম-মহাসড়কের কোলঘেষে অবস্থিত পদ্ধফুলের এই বেতানির বিল। রংপুর জেলা শহর থেকে ১৬ কিলোমিটার দূরে অবস্থিত এ বিল ইতিমধ্যে পরিচিতি পেয়েছে পদ্মবিলহিসেবে। বিলের অধিকাংশ জমিতেই প্রাকৃতিকভাবে পদ্মফুল জন্মে থাকে। এ সময় পুরো বিল গোলাপী আর সাদা রঙের পদ্মফুলে ভরে ওঠে। এ যেন আল্লাহর এক অপরূপ সৃষ্টি, যা দেখলে যে কারও মন জুড়িয়ে যাবে। 


পদ্মফুল দেখতে রংপুরসহ আশাপাশের কয়েক উপজেলার মানুষ এ বিলে ঘুরতে আসেন। কলাগাছের ভেলায় ঘুরে পদ্মবিলের সৌন্দর্য উপভোগের পাশাপাশি কিছু সময়ের জন্য হারিয়ে যান প্রকৃতির মাঝে।

পদ্মবিলের সৌন্দর্য দেখার জন্য প্রতিদিনই বন্ধু-বান্ধব ও পরিবার পরিজন নিয়ে দর্শনার্থীরা এখানে আসেন। যে যার মতো করে পদ্মবিলের সৌন্দর্য উপভোগ করেন আর ক্যামেরায় ফ্রেম বন্দি করে রাখেন এ বিলের অপরূপ সৌন্দর্য। আষাঢ় থেকে কার্তিক মাস পর্যন্ত বেতানির পদ্মবিলে এ ফুল ফুটে থাকে।

পদ্মবিল শুধুই উপভোগের নয় বরং অনেকের জীবিকা অর্জনের একটি উত্তম মাধ্যমে পরিণত হয়েছে।


বিলে ঘুরতে আসা আমিনুল ইসলাম জানান, প্রতি বছর বর্ষা মৌসুমে পরিবার-পরিজনের সঙ্গে পদ্মবিল ঘুরতে আসি। এ বিলের সৌন্দর্য দেখার মতো। এখানে ঘুরতে আসলে মন ভালো হয়ে যায়।

পরিবার নিয়ে ঘুরতে এসেছেন রানা মাসুদ। তিনি পদ্মফুলের সৌন্দর্য দেখে বিমোহিত বলে মন্তব্য করেন।

পদ্মবিল পাড়ের বাসিন্দা রমজান আলী বলেন, বিভিন্ন জেলা থেকে মানুষ পদ্মবিলের সৌন্দর্য উপভোগ করতে এখানে আসে।


শহিদবাগ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল হান্নান  বলেন, বিলটি প্রাকৃতিকগতভাবেই অনেক সুন্দর। বিলটি নিয়ে এখনো তেমন কোন পরিকল্পনা গ্রহণ করা হয়নি। আপনি বললেন, উপজেলা চেয়ারম্যান ও এমপি মহোদয়ের সঙ্গে কথা বলে কিছু করা যায় কিনা দেখবো।

জেডআই/

আর্কাইভ