ময়মনসিংহ ব্যুরো
ময়মনসিংহের নান্দাইল উপজেলায় ভিমরুলের কামড়ে সাওদা নামে ১৫ মাস বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে। এ ঘটনায় নিহত শিশুর মা ও দাদী আহত হয়েছেন। রোববার (৭ আগস্ট) বিকালে উপজেলার জাহাঙ্গীরপুর ইউনিয়নের তাঁরাপাশা গ্রামে এই ঘটনা ঘটে।
নিহত সাওদা ওই এলাকার খালেদ ভূইয়ার মেয়ে।
জাহাঙ্গীরপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কামাল উদ্দিন বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, জাহাঙ্গীরপুর ইউনিয়নের তারাপাশা গ্রামের খালেদ বাড়িতে নতুন ঘর তৈরি করছেন। বিকালের দিকে খালেদের বৃদ্ধা মা ওই ঘরের পেছনে যান। গিয়েই তিনি চিৎকার শুরু করেন। চিৎকার শুনে সাওদাকে কোলে নিয়ে তার মা দৌড়ে ঘরের পেছনে যান। এ সময় তাদেরকেও ভিমরুল কামড়ায়। পরে বাড়ির অন্যরা টের পেয়ে তাদেরকে হোসেনপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখান থেকে শিশুটিকে কিশোরগঞ্জ সদর হাসপাতালে স্থানান্তর করেন।
কিন্তু অভিভাবকরা তাকে হাসপাতালে না নিয়ে বাড়িতে নিয়ে আসেন। বাড়িতে আনার পর শিশুটির অবস্থার অবনতি হলে আবারও হোসেনপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কিশোরগঞ্জ সদর হাসপাতালে স্থানান্তর করেন। পরে সেখানে নেয়ার পথে শিশুটি মারা যায়।
তিনি আরও বলেন, ‘ওই বৃদ্ধা হাসপাতালে চিকিৎসাধীন আছেন। তবে শিশুটির মায়ের অবস্থা ভালো হওয়ায় তাকে বাড়িতে রাখা হয়েছে।’
ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন