• ঢাকা রবিবার
    ২৩ ফেব্রুয়ারি, ২০২৫, ১১ ফাল্গুন ১৪৩১

চবিতে কুমিল্লা চান্দিনা স্টুডেন্ট’স এসোসিয়েশনের নেতৃত্বে বোরহান-সানি

প্রকাশিত: আগস্ট ৬, ২০২২, ০৭:৪০ এএম

চবিতে কুমিল্লা চান্দিনা  স্টুডেন্ট’স এসোসিয়েশনের নেতৃত্বে বোরহান-সানি

জুনায়েদ খান, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত কুমিল্লার চান্দিনা শিক্ষার্থীদের সংগঠন চান্দিনা স্টুডেন্টস ওয়েলফেয়ার এসোসিয়েশন, চবির নতুন কমিটি গঠন করা হয়েছে।এতে সভাপতি নির্বাচিত করা হয় আইন বিভাগের ১৬-১৭ সেশনের  শিক্ষার্থী বোরহান উদ্দিন ও সাধারণ সম্পাদক ওশানোগ্রাফী বিভাগের ১৭-১৮ সেশনের সামিউল আহসান সানি।


শুক্রবার (০৫ আগস্ট) বিশ্ববিদ্যালয়ের  কেন্দ্রীয়  লাইব্রেরীর সামনে এক সভায় উক্ত কমিটি ঘোষণা করা হয়।। এছাড়াও পূর্ণাঙ্গ কমিটিতে সহ সভাপতি পদে আছেন মো ইলিয়াস চৌধুরী, জিয়া উদ্দিন বাবলু, মোঃ মহিবুল্লাহ তোফায়েল, মোঃ হানিফ হোসাইন, আদিত্য নোমান।


সাংগঠনিক সম্পাদক পদে এসোসিয়েশনের সদস্যদের সিলেকশন এর মাধ্যমে নির্বাচিত হয় ১৭-১৮ সেশনের প্রাণিবিদ্যা বিভাগের ছাত্র মোঃ ইমাম হোসেন ও যুগ্ন সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হন ১৭-১৮ সেশনের হিসাব বিজ্ঞান বিভাগের ছাত্র মোঃ আবুল কাশেম।


অন্যদিকে যুগ্ম সাধারণ সম্পাদক পদে আছেন জামিলা বিনতে কাশেম মিমি, তানিয়া আক্তার, তানজিলা আক্তার, সাকিব ভূইয়া, সাংগঠনিক সম্পাদক পদে আছেন মোঃ নাঈমুল ইসলাম ফারাবী, আমির হোসেন, মোঃ তরিকুল ইসলাম, নাজমুল হাসান ইসহাক। দপ্তর সম্পাদক পদে মো আতিকুর রহমান, উপ-দপ্তর সম্পাদক মোঃ কামরুল হাসান, প্রচার সম্পাদক পদে মুজিবুর রহমান রিপন,উপ- প্রচার সম্পাদক নাজমুল হাসান, অর্থ সম্পাদক মোঃ আলমগীর হোসেন, উপ-অর্থ সম্পাদক  সাগর রয় অয়ন, তথ্য ও বিজ্ঞান প্রযুক্তি বিষয়ক সম্পাদক জাহিদ হাসান কিবরিয়া, উপ- তথ্য ও বিজ্ঞান প্রযুক্তি বিষয়ক সম্পাদক হালিমা আক্তার, আইন সম্পাদক পদে মোঃ ইমন হোসেন , মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক পদে নাহিন আলম , ছাত্রী বিষয়ক সম্পাদক হালিমা আক্তার, উপ- ছাত্রী বিষয়ক সম্পাদক ইফাত জানান মিতু, ছাত্র-ছাত্রী বৃত্তি বিষয়ক সম্পাদক শিরিন আক্তার, উপ-ছাত্রছাত্রী বৃত্তি বিষয়ক সম্পাদক ফারজানা আক্তার,ধর্ম বিষয়ক সম্পাদক পদে ইসলাম রাফিন, কর্মসূচি ও পরিকল্পনা বিষয়ক সম্পাদক নাইম মজুমদার, ত্রাণ ও দুর্যোগ বিষয়ক সম্পাদক ইকবাল হোসেন এবং সহ সম্পাদক পদে মাহমুদা আক্তার, খাইরুল কবির, আবুল কাশেম, শিমুল দত্ত সহ অনেকে মনোনীত হয়েছেন।


এসময় সভায় উপস্থিত ছিলেন চান্দিনা  উপজেলা স্টুডেন্টস’ ওয়েলফেয়ার এসোসিয়েশনের শিক্ষক উপদেষ্টা ও ইলেকট্রিক্যাল ও ইলেকট্রনিকস বিভাগের সহকারী অধ্যাপক ড. মোঃ শাহ আলম, এসোসিয়েশনের ছাত্র উপদেষ্টা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শাখা ছাত্রলীগের  সহ-সভাপতি সুমন নাছির, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ডেপুটি রেজিস্ট্রার খন্দকার মোয়াজ্জেম হোসেন ও আইন বিভাগের সহকারী রেজিস্ট্রার মোঃ সলিম উল্লাহ মৃধা।


এইচএ 





দেশজুড়ে সম্পর্কিত আরও

আর্কাইভ