• ঢাকা বৃহস্পতিবার
    ২৩ জানুয়ারি, ২০২৫, ৯ মাঘ ১৪৩১

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ‘টাংগাইল স্টুডেন্ট’স’ অ্যাসোসিয়েশনের নেতৃত্বে রাকিব-স্বপন

প্রকাশিত: আগস্ট ৫, ২০২২, ০৬:০০ পিএম

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ‘টাংগাইল স্টুডেন্ট’স’ অ্যাসোসিয়েশনের নেতৃত্বে রাকিব-স্বপন

চবি প্রতিনিধি





চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) অধ্যয়নরত টাংগাইল জেলার শিক্ষার্থীদের সংগঠন ‘টাংগাইল স্টুডেন্ট’স অ্যাসোসিয়েশনে’র চলতি  ২০২২-২৩ বর্ষের কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে। এতে রাকিবুল হাসান রাকিবকে সভাপতি এবং মো. শহিদুর রহমান স্বপনকে সাধারণ সম্পাদক হিসেবে অনুমোদন দেওয়া হয়েছে। 

শুক্রবার (৫ আগস্ট) সংগঠনের সদ্য সাবেক সভাপতি মাসুদ রানা ও সাধারণ সম্পাদক তাইয়্যেব হোসেন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তির এ তথ্য জানানো হয়। পাশাপাশি নব নির্বাচিত সভাপতি ও সাধারণ সম্পাদককে আগামী ছয় কর্ম দিবসের মধ্যে কমিটি পূর্ণাঙ্গ করতে নির্দেশ দেওয়া হয়েছে।

রাকিবুল হাসন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী। তার বাড়ি টাঙ্গাইলের মধুপুর উপজেলায়। আর শহিদুর রহমান স্বপনের বিশ্ববিদ্যালয়ের রাজনীতি বিজ্ঞান বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী। তার বাড়ি টাঙ্গাইলের ঘাটাইল উপজেলায়।

নব নির্বাচিত সভাপতি রাকিবুল হাসান রাকিব বলেন, আশাকরি আগামী দিনগুলো আমরা এক সঙ্গে কাজ করে অ্যাসোসিয়েশনকে আরও গতিশীল করব। আমরা সর্বোচ্চ চেষ্টা করবো চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত টাঙ্গাইলের শিক্ষার্থীদের একত্র করে সংগঠনকে গতিশীল রাখা। তাদের যে কোনো সমস্যায় অতীতের মতো সব সময় পাশে থাকবো।  এ ক্ষেত্রে  সবার সহযোগিতা ও দোয়া কামনা করছি।

সাধারণ সম্পাদক শহিদুর রহমান স্বপন বলেন, ‘চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের টাংগাইল এসোসিয়েশন দীর্ঘদিনের ঐতিহ্যবাহী স্টুডেন্টস এসোসিয়েশন। এই রকম একটি  অ্যাসোসিয়েশনের গুরুদায়িত্ব আমার কাছে অর্পণ করার জন্য এই অ্যাসোসিয়েশনের সকল সিনিয়র ও সকল সদস্যের কাছে আমি কৃতজ্ঞ। আমি যেন এ গুরুদায়িত্ব সফলভাবে পালন করতে পারি সে জন্য সবার সহযোগিতা কামনা করছি।’

উল্লেখ্য, চট্টগ্রাম বিশ্ববিদ্যালেয়ে স্নাতক প্রথম বর্ষে ভর্তি পরীক্ষার সময় ভর্তি পরীক্ষার্থীদের থাকা-খাওয়া নিশ্চিত করা ছাড়াও সার্বিক সহযোগিতা করে থাকে এ সংগঠনটি। ভর্তি পরবর্তী সময়েও আবাসনের ব্যবস্থা ও শিক্ষার্থীদের কল্যাণে ও যাবতীয় সমস্যা সমাধানে  কাজ করে যাচ্ছে সংগঠনটি।

এএল/

আর্কাইভ