• ঢাকা বুধবার
    ২৫ ডিসেম্বর, ২০২৪, ১১ পৌষ ১৪৩১

শরণখোলায় স্কুলে কর্মচারী নিয়োগ নিয়ে দ্বন্দ্ব

প্রকাশিত: আগস্ট ৪, ২০২২, ০৯:৫১ পিএম

শরণখোলায় স্কুলে কর্মচারী নিয়োগ নিয়ে দ্বন্দ্ব

শরণখোলা প্রতিনিধি

বাগেরহাটের শরণখোলায় বি কে মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে কর্মচারী নিয়োগকে কেন্দ্র করে ম্যানেজিং কমিটির  দ্বন্দ্বে বৃহস্পতিবার (৪ আগস্ট) দুই পক্ষ পাল্টা সংবাদ সম্মেলন করে একে অপরের বিরুদ্ধে অভিযোগ করেছেন।

বৃহস্পতিবার সকাল ১০টায় শরণখোলা প্রেস ক্লাবে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে বি কে মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে ম্যানেজিং কমিটির শিক্ষানুরাগী সদস্য ও উপজেলা বিএনপির সাবেক সভাপতি খান মতিয়ার রহমান লিখিত বক্তব্যে বলেন, ‘প্রধান শিক্ষক কমিটির সিদ্ধান্ত ছাড়া গত ২৯ জুলাই ঈদুল আজহার ছুটির মধ্যে গোপনে একজন পরিচ্ছন্নতাকর্মী, একজন নৈশপ্রহরী ও একজন নিরাপত্তাকর্মী নিয়োগ বিজ্ঞপ্তি দেন। গত মঙ্গলবার (২ আগস্ট) ম্যানেজিং কমিটির সভায় এ বিষয়ে জানতে চাইলে প্রধান শিক্ষক মীর নজরুল ইসলাম ও কমিটির বর্তমান সভাপতি মো. দেলোয়ার হোসেন উত্তেজিত হয়ে আমার ওপর চড়াও হয়।’

স্কুলের প্রধান শিক্ষক ও সভাপতির যোগসাজশে তিনজন চতুর্থ শ্রেণির কর্মচারী নিয়োগ দিয়ে ১৫ লাখ টাকা ঘুষ গ্রহণ করেছেন বলে মতিয়ার রহমান খান সংবাদ সম্মেলনে অভিযোগ করেছেন।



অপর দিকে, একই দিন বেলা ১১টায় সংবাদ সম্মেলনে বি কে মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক মীর নজরুল ইসলাম ও সভাপতি মো. দেলোয়ার হোসেন লিখিত বক্তব্যে বলেন, ‘বিএনপি নেতা মতিয়ার রহমান খান বিদ্যালয়টির সাবেক প্রধান শিক্ষক। তার সময়ে শিক্ষক কর্মচারী নিয়োগে আর্থিক সুবিধা গ্রহণ করেছেন। এরই ধারাবাহিকতায় বর্তমান নিয়োগে তার মাদকাসক্ত পুত্র মাসুদ ও ভাইয়ের স্ত্রী আরিফাকে চতুর্থ শ্রেণির কর্মচারী নিয়োগ দিতে চাপ সৃষ্টি করেন। কমিটির সভায় মতিখানের ওই প্রস্তাবে অপারগতা প্রকাশ করলে তিনি ক্ষিপ্ত হয়ে যান। মূলত তার পুত্র ও ভাইয়ের স্ত্রীকে নিয়োগ দিতে ব্যর্থ হওয়ায় তিনি বেসামাল হয়ে আমাদের বিরুদ্ধে ঘুষ গ্রহণের কাল্পনিক অভিযোগ দিচ্ছেন।’

সংবাদ সম্মেলনে বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির অন্য সদস্য, শিক্ষক-কর্মচারী ও খোন্তাকাটা ইউপি চেয়ারম্যান জাকির হোসেন খান মহিউদ্দিন উপস্থিত ছিলেন।
আর্কাইভ