• ঢাকা শুক্রবার
    ২২ নভেম্বর, ২০২৪, ৮ অগ্রহায়ণ ১৪৩১

চুয়াডাঙ্গায় সাপের কামড়ে দুই মাদ্রাসা ছাত্র নিহত

প্রকাশিত: আগস্ট ১, ২০২২, ০৬:২৮ পিএম

চুয়াডাঙ্গায় সাপের কামড়ে দুই মাদ্রাসা ছাত্র নিহত

চুয়াডাঙ্গা প্রতিনিধি

চুয়াডাঙ্গা জেলার দামুড়হুদা উপজেলার চন্দ্রবাসে সাপের কামড়ে দুই মাদ্রাসা ছাত্রের মৃত্যু হয়েছে। সোমবার (১ আগস্ট) ভোরে দামুড়হুদা উপজেলার চন্দ্রবাস দারুল উলুম কওমি মাদ্রাসায় এ দুর্ঘটনা ঘটে। তাদের উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নিয়ে গেলে সকাল ৮টার দিকে চিকিৎসাধীন অবস্থায় তাদের মৃত্যু হয়।

নিহতরা হলো- দামুড়হুদা উপজেলার চন্দ্রবাস গ্রামের মাঝের পাড়ার শওকত আলীর ছেলে জুনায়েদ হোসেন (১৩) এবং একই গ্রামের ডাক্তারপাড়ার সাইফুল ইসলামের ছেলে আব্দুল্লাহ মিয়া (১৩)।

স্থানীয় সূত্রে জানা গেছে, নিহত জুনায়েদ ও আব্দুল্লাহ চন্দ্রবাস দারুল উলুম কওমি মাদ্রাসার নাজেরা বিভাগের ছাত্র ছিল। তারা মাদ্রাসায় আবাসিকে থেকে লেখাপড়া করতো। সোমবার ভোরে মাদ্রাসার আবাসিকে ঘুমিয়ে থাকা অবস্থায় তাদের সাপে কামড় দেয়। পরে তাদেরকে উদ্ধার করে সদর হাসপাতালে ভর্তি করা হলে চিকিৎসাধীন অবস্থায় সকাল ৮টার দিকে মৃত্যু হয়।

চুয়াডাঙ্গা সদর হাসপাতালের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক আব্দুল কাদের বলেন, ‘সকাল ৭টার দিকে আশঙ্কাজনক অবস্থায় সাপে কামড়ানো দুই মাদ্রাসা ছাত্রকে জরুরি বিভাগে নেয়া হয়। চিকিৎসাধীন অবস্থায় সকাল ৮টার দিকে তাদের মৃত্যু হয়।’

এআরআই/এএল

আর্কাইভ