• ঢাকা বৃহস্পতিবার
    ২৬ ডিসেম্বর, ২০২৪, ১২ পৌষ ১৪৩১

দোলনচাঁপা এক্সপ্রেস ট্রেনের যাত্রা বিরতির দাবিতে গণঅনশন

প্রকাশিত: জুলাই ৩০, ২০২২, ১০:৩৮ পিএম

দোলনচাঁপা এক্সপ্রেস ট্রেনের যাত্রা বিরতির দাবিতে গণঅনশন

গাইবান্ধা প্রতিনিধি

গাইবান্ধার বাদিয়াখালী রেলওয়ে স্টেশনে আন্ত:নগর ট্রেন দোলনচাঁপা এক্সপ্রেসের যাত্রা বিরতির দাবিতে গণঅনশন কর্মসূচি পালিত হয়েছে। শনিবার (৩০ জুলাই) দুপুরে স্টেশন প্লাটফর্মে এই কর্মসূচি পালন করা হয়। দোলনচাঁপা ট্রেন বিরতি বাস্তবায়ন পরিষদের ব্যানারে সমবেত হয় এলাকাবাসী। 

দোলনচাঁপা ট্রেন বিরতি বাস্তবায়ন পরিষদের আহ্বায়ক কাজী আব্দুল খালেকের সভপাতিত্বে অনশন কর্মসূচিতে বক্তব্য রাখেন, গাইবান্ধা জেলা বার অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট সিরাজুল ইসলাম বাবু, অ্যাডভোকেট ফারুক কবীর, সমাজকর্মী জাহাঙ্গীর কবির তনু, মানবাধিকারকর্মী অঞ্জলী রাণী দেবী, বীর মুক্তিযোদ্ধা শাহজাহান আলী, আব্দুল মাজেদ সালাফী, গোলাম মোস্তফা মাসুদ প্রমুখ।

প্রসঙ্গত, গাইবান্ধার বাদিয়াখালী রেলওয়ে স্টেশনে আন্ত:নগর দোলনচাঁপা এক্সপ্রেস ট্রেনের যাত্রা বিরতির দাবিতে গত ১৬ জুলাই স্টেশন প্লাটফর্মে মানববন্ধন কর্মসূচি পালন করে স্থানীয়রা।

এআরআই/এএল

আর্কাইভ