• ঢাকা শুক্রবার
    ০৮ নভেম্বর, ২০২৪, ২৪ কার্তিক ১৪৩১

কানাডায় মায়ের কাছে ফেরা হলো না এসএসসি পরীক্ষার্থী ইশামের

প্রকাশিত: জুলাই ৩০, ২০২২, ০২:৪৬ এএম

কানাডায় মায়ের কাছে ফেরা হলো না এসএসসি পরীক্ষার্থী ইশামের

দেশজুড়ে ডেস্ক

চলতি বছরের ১৫ সেপ্টেম্বর থেকে শুরু হতে যাচ্ছে এসএসসি ও সমমানের পরীক্ষা। আর সেই পরীক্ষা দিয়েই কানাডায় মায়ের কাছে যাওয়ার কথা ছিল ১৬ বছরের ইশামের। কিন্তু মায়ের কোলে ফেরা হলো না এই এসএসসি পরীক্ষার্থীর। শুক্রবার (২৯ জুলাই) চট্টগ্রামের মিরসরাইয়ে মাইক্রোবাসে ট্রেনের ধাক্কায় পরপারে পাড়ি জমিয়েছে হাটহাজারী উপজেলার এস নজু মিয়া উচ্চ বিদ্যালয়ের মেধাবী এই শিক্ষার্থী

এস নজু মিয়া উচ্চ বিদ্যালয়ের পরিচালনা পর্ষদের সদস্য মোস্তফা আরজু জানান, ইশাম জন্মের পরপরই বাবাকে হারান। ২০০৭ সালে তার বাবা মারা যান। তার মা বর্তমানে কানাডায় থাকেন।

তিনি বলেন, ‘ইশামের আরও এক ভাই ও দুই বোন আছেন। ভাই থাকেন অস্ট্রেলিয়ায়। এক বোন কানাডায় মায়ের কাছে এবং আরেক বোন ঢাকায় লেখাপড়া করেন। তার নানার পরিবারের অনেকে কানাডাপ্রবাসী। এসএসসি পরীক্ষা শেষ করে ইশামেরও কানাডা চলে যাওয়ার কথা ছিল। তার আগেই সবকিছু শেষ হয়ে গেলো।

মোস্তফা আরজু আরও বলেন, ‘বাবা মারা যাওয়ার পর ইশাম ও তার ভাই-বোনরা সবাই চাচা আকবর হোসেন মানিকের কাছে থেকে বড় হয়েছে। ইশাম মেধাবী ছাত্র ছিল। সব পরীক্ষায় সে ভালো ফল করতো। মর্মান্ত্বিক দুর্ঘটনায় মেবাধী ছেলেটি পরপারে পাড়ি জমালো।

ইশামের মৃত্যুর খবর পেয়েই চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে ছুটে এসেছেন চাচা আকবর হোসেন মানিক। হাসপাতালের জরুরি বিভাগে বিলাপ করছিলেন তিনি। বার বার বলছেন, ‘ইশাম, আমি তোর মাকে কী বুঝ দেবো?’

উল্লেখ্য, চট্টগ্রামের মিরসরাইয়ে বারতাকিয়া রেলওয়ে স্টেশন এলাকায় ট্রেনের ধাক্কায় নিহত মাইক্রোবাসের ১১ যাত্রীর সবার বাড়ি হাটহাজারী উপজেলার আমান বাজারে। তারা আরএনজে কোচিং সেন্টারেকোচিং করত।  সেখান থেকে ঘুরতে বেড়িয়ে ছিলেন তারা।

জেডআই/

আর্কাইভ